প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস।  বিশেষ এই দিন মায়ের জন্য রঙিন হয়ে ওঠে। যদিও মায়ের জন্য আলাদা কোনো দিবসের দরকার নেই, এমনটাই মত অনেকের। তবে মাকে ভালোবেসে একটি দিন উৎসর্গ করার মধ্যে নেতিবাচক কিছু নেই। তাকে একটি দিন আপনি বিশেষ ভাবে অনুভব করাতেই পারেন। 

দিনটিতে সন্তানদের সামনে সুযোগ আসে মাকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানানোর। সকল উৎসব পার্বনে বিশ্বরঙ-এর থাকে বিশেষ বিশেষ আয়োজন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ‘বিশরঙ’ এবং ‘বিশরঙ’ এর সহযোগী প্রতিষ্ঠান ‘শ্রদ্ধা’য় রয়েছে মায়ের জন্য কেনা কাটায় ২০ শতাংশ মূল্য ছাড়।
বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ এবং গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিক ভাবে ব্যাবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কাপড়। আর পোশাক গুলোতে উজ্জল রং এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার। পোশাকগুলোতে কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

সরাসরি আউটলেট থেকে কেনাকাটা ছাড়া বিশ্বরঙ–এর ওয়েব পেজ ও ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই ক্রেতারা কিনতে পারেন পছন্দের পোশাকটি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

খালেদা জিয়া ‘ফিরোজা’য় পৌঁছেছেন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছেছেন।

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফেরেন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তাঁর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসভবন ফিরোজায় যান। বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজাসংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। এ ছাড়া তাঁরা নানা ব্যানার-ফেস্টুন বহন করেন। তাঁরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

ফিরোজা ও এর আশপাশের এলাকায় আগেই নিরাপত্তা জোরদার করা হয়। ফিরোজার প্রবেশপথ গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের সামনে ব্যারিকেড দেওয়া হয়। সড়কটির দুই পাশে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।

ফিরোজার সামনে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়; পাশাপাশি ছিলেন বিএনপির চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে থাকা ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)’–এর সদস্যরা।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে তাঁর গুলশানে বাসভবন ‘ফিরোজা’ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদুল আজহায় ছুটি ১০ দিন: প্রেস সচিব
  • খালেদা জিয়া ‘ফিরোজা’য় পৌঁছেছেন
  • নাসির উদ্দিন পিন্টুর মৃত্যুবার্ষিকীতে মহানগর বিএনপির স্মরণ সভা
  • গণ আকারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: মাহ্‌ফুজ আনাম
  • বাংলা নববর্ষ উপলক্ষে এবার যে ৭ তরুণ প্রতিভাবানকে হাজির করেছে ‘ছুটির দিনে’
  • তিন দিনের ছুটিতে কক্সবাজারে কত পর্যটক গেলেন