ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড সোমবার (৫ মে) লিভারপুলকে জানিয়ে দিয়েছেন যে তিনি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। এই ২৬ বছর বয়সী ফুটবলারের গন্তব্যও সবার জান। আসন্ন গ্রীষ্মে এই ফুলব্যাক রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। তবে ইএসপিএনের তথ্য মতে, রিয়াল এই ট্রান্সফারটি খানিকটা দ্রুত করতে চাচ্ছে। এই ব্যাপারে লস ব্ল্যাঙ্কসরা লিভারপুলের সঙ্গে আলোচনায় বসবে বলে জানা গিয়েছে।

এই মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল সোমবার এক বিবৃতিতে জানায়, “আলেকজান্ডার আর্নল্ড ক্লাবকে জানিয়েছেন যে, এই গ্রীষ্মে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি ক্লাব ছেড়ে যাবেন এবং ৩০ জুন, ২০২৫ তারিখে চুক্তি শেষ হলে আনফিল্ড থেকে বিদায় নিবেন।”

ফলে, রিয়াল আলেকজান্ডার আর্নল্ডকে ফ্রি ট্রান্সফারে দলে পাচ্ছে। এই ইংলিশ ডিফেন্ডারের প্রতিনিধিদের সঙ্গে কয়েক মাস ধরেই লস ব্ল্যাঙ্কসদের আলোচনা চলছিল। বর্তমানে শুধুমাত্র চুক্তির চূড়ান্ত কিছু বিষয় বাকি রয়েছে। যদিও রিয়াল আর্নল্ডের সঙ্গে মৌখিকভাবে একটি সমঝোতায় পৌঁছেছে।

আরো পড়ুন:

লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত জানালেন আর্নল্ড, যাচ্ছেন কোথায়?

‘ভ্যান ডাইক ও সালহার চুক্তি নবায়ন উচ্চাকাঙ্ক্ষার ফসল’

এরপরও একটা জটিলতা তৈরি হয়েছে। রিয়াল আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশ গ্রহণ করবে, যা শুরু হচ্ছে ১৪ জুন থেকে। অন্যদিকে লিভারপুলের সঙ্গে আর্নল্ডের চুক্তির মেয়াদ শেষ হতে-হতে ৩০ জুন। তবে রিয়াল এই ফুলব্যাকে ক্লাব বিশ্বকাপে নিজেদের স্কোয়াডে পেতে চাচ্ছে। অলরেডদের এই মৌসুমের খেলা শেষ হবে ২০ মে। লস ব্ল্যাঙ্কসরা চায় এরপরই তাদের ডেরায় নাম লিখিয়ে ফেলুক আর্নল্ড। ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষে যদি লিভারপুলের সঙ্গে একটি চুক্তি করা যায়, তাহলে এই ২৬ বছর বয়সী ডিফেন্ডার আগেই যোগ দিতে ইচ্ছুক।

গতবছরের অক্টোবরে দানি কারভাহাল দীর্ঘমেয়াদি হাঁটুর চোটে পড়েন। এরপর রিয়াল রাইটব্যাকের জায়গাটা পূরণ করতে এই বছরের জানুয়ারিতেই আর্নল্ডকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে তখন লিভারপুল কোনো আলোচনা বসতে রাজি হয়নি।

রিয়াল এখন লিভারপুলের সঙ্গে একটি ‘যুক্তিসংগত ট্রান্সফার ফি’র ভিত্তিতে আলোচনা করতে চায়, যাতে আর্নল্ড তার অ্যানফিল্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সাদা জার্সিতে যোগ দিতে পারেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণ আর্নল্ডকে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে। তাছাড়া এই আসর ২০২৫-২৬ মৌসুমের জন্য প্রস্তুতির একটা অংশ।

২৬ বছর বয়সী আর্নল্ড অ্যানফিল্ডে ২০ বছর কাটিয়েছেন। এই সময়ে তিনি ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ, দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন।

সোমবার আর্নল্ড বলেন, “আমি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে মনে হচ্ছে আমার জন্য একটি পরিবর্তনের প্রয়োজন। একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবে নতুন চ্যালেঞ্জ দরকার। আমি মনে করি এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়।”

ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের গ্রুপ পর্যায়ে ম্যাচঃ 
১৮ জুন মিয়ামিতে আল হিলালের বিপক্ষে
২২ জুন নর্থ ক্যারোলিনার শার্লটে পাচুকার বিপক্ষে
২৬ জুন ফিলাডেলফিয়ায় রেডবুলস সালসবুর্গের বিপক্ষে।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক ল ব ব শ বক প

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী

সম্পর্কিত নিবন্ধ

  • সাদপন্থীদের ইজতেমা আয়োজন করতে না দেওয়ার দাবি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত