পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরেই টানটান উত্তেজনা চলছিল। এবার তা হামলা–পাল্টা হামলায় রূপ নিল। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’।

বিবাহিত হিন্দু নারীরা সিঁথিতে সিঁদুর ব্যবহার করেন। এটা তাঁদের বৈবাহিক জীবনের প্রতীক। তাই প্রশ্ন দেখা দিয়েছে, প্রাণঘাতী একটি সামরিক অভিযানের নামে ‘সিঁদুর’ শব্দ ব্যবহার করা হলো কেন।

গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা হয়। এতে ২৬ জন নিহত হন। এর জেরেই সামরিক উত্তেজনায় জড়ায় ভারত–পাকিস্তান। কেননা, ভারত দাবি করে, এ হামলার পেছনে সীমান্তের ওপার (পাকিস্তান) থেকে কলকাঠি নাড়া হয়েছে।

পেহেলগামের হামলায় নিহতদের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী। সেখানে নিহত ব্যক্তিদের বিধবা স্ত্রীদের কথা মাথায় রেখে গতরাতের অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

এদিকে সপাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের ছয়টি এলাকায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৬ এ দাঁড়িয়েছে। আহত ৪৬ জন।

অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর নিক্ষেপ করা গোলার আঘাতে অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।

পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।

যদিও ভারত এ দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি। তবে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসনের চারটি সূত্র রয়টার্সকে জানান, তিনটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সেখানকার বিভিন্ন জায়গায় পড়েছে। তিন পাইলটকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুনপাকিস্তানের ৬ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ ও স্থলে জবাব ইসলামাবাদের২ ঘণ্টা আগে

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনভারত-পাকিস্তান: সামরিক সক্ষমতায় কে এগিয়ে২৬ এপ্রিল ২০২৫আরও পড়ুনতিন রাফাল, এক মিগসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ‘ভূপাতিত’৩ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) সকালে আরএমপি সদর দপ্তরের সামনে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতির বক্তব্যে আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, “সংকট কাটিয়ে পূর্ণ মনোবল নিয়ে পেশাদারিত্বের সাথে মানুষের আস্থা অর্জনে কাজ করছে পুলিশ। পুলিশ জনগণের পাশে থেকেই কাজ করতে চায়।”

অন্য বক্তারা বলেন, আগামীতে সততা ও নিষ্ঠার সাথে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ নিতে হবে এই বাহিনীকে। পুলিশ জন্য কখনোই জনগণের প্রতিপক্ষ না হয় সেটি মনে রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার জিল্লুর রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলার পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম প্রমুখ।

ঢাকা/কেয়া/এস

সম্পর্কিত নিবন্ধ