পাকিস্তানে ভারতের অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন
Published: 7th, May 2025 GMT
পারমাণবিক ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে গত কয়েকদিন ধরেই টানটান উত্তেজনা চলছিল। এবার তা হামলা–পাল্টা হামলায় রূপ নিল। গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। এ অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’।
বিবাহিত হিন্দু নারীরা সিঁথিতে সিঁদুর ব্যবহার করেন। এটা তাঁদের বৈবাহিক জীবনের প্রতীক। তাই প্রশ্ন দেখা দিয়েছে, প্রাণঘাতী একটি সামরিক অভিযানের নামে ‘সিঁদুর’ শব্দ ব্যবহার করা হলো কেন।
গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা হয়। এতে ২৬ জন নিহত হন। এর জেরেই সামরিক উত্তেজনায় জড়ায় ভারত–পাকিস্তান। কেননা, ভারত দাবি করে, এ হামলার পেছনে সীমান্তের ওপার (পাকিস্তান) থেকে কলকাঠি নাড়া হয়েছে।
পেহেলগামের হামলায় নিহতদের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী। সেখানে নিহত ব্যক্তিদের বিধবা স্ত্রীদের কথা মাথায় রেখে গতরাতের অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন সিঁদুর’।
এদিকে সপাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে জানান, পাকিস্তানের ছয়টি এলাকায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৬ এ দাঁড়িয়েছে। আহত ৪৬ জন।
অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর নিক্ষেপ করা গোলার আঘাতে অন্তত সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।
পাকিস্তানের পক্ষ থেকে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু–৩০ ও অন্যটি মিগ–২৯ যুদ্ধবিমান। সু–৩০ ও মিগ–২৯ যুদ্ধবিমান সোভিয়েত আমলে তৈরি।
যদিও ভারত এ দাবির সত্যতা এখনো নিশ্চিত করেনি। তবে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসনের চারটি সূত্র রয়টার্সকে জানান, তিনটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সেখানকার বিভিন্ন জায়গায় পড়েছে। তিন পাইলটকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুনপাকিস্তানের ৬ স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ ও স্থলে জবাব ইসলামাবাদের২ ঘণ্টা আগেভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। হাসপাতালসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনভারত-পাকিস্তান: সামরিক সক্ষমতায় কে এগিয়ে২৬ এপ্রিল ২০২৫আরও পড়ুনতিন রাফাল, এক মিগসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ‘ভূপাতিত’৩ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু শনিবার
দেশজুড়ে আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫’। এদিন রাজধানীর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই কর্মসূচি উদ্বোধন করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সেই সঙ্গে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ দেওয়া হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন বিষয়ে এক অগ্রগতি সভায় গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা বৈঠকে সভাপতিত্ব করেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের এবারের প্রতিপাদ্য– মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি। শনিবার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা বিশেষ অতিথি থাকবেন। স্বাগত বক্তব্য দেবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এ বছরের জন্য ১৪টি ক্যাটেগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে। শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অনুযায়ী বিজয়ীদের ১৮টি ক্যাটেগরিতে (বালক ও বালিকা) মোট ১০৮টি পুরস্কার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটেগরিতে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অনুযায়ী ৪২টি পুরস্কারসহ মোট ১৫০টি পুরস্কার দেওয়া হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা/থানা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিচ্ছন্নতা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা থাকবে।