চুয়াডাঙ্গায় অর্ধকোটি টাকার সোনার বারসহ আটক ১
Published: 7th, May 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নিখোঁজের দুই দিন পর হাতিরঝিলে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর রাজধানীর হাতিরপুল পুকুরপাড় এলাকার একটি গলি থেকে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শাহিন রহমান ওরফে আশু (৪২) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, শাহিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানার কাউনিয়ায়। বাবার নাম আবেদ আলী।
সকালে শাহিন রহমানের লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. এমরুল কবির।
স্বজনদের বরাত দিয়ে তিনি প্রথম আলোকে বলেন, শাহিন ঢাকার অদূরে টঙ্গী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তাঁর স্ত্রী সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত মঙ্গলবার শাহিন বাসা থেকে নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করে তাঁর সন্ধান না পাওয়ায় পরদিন বুধবার পরিবারের পক্ষ থেকে টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ কর্মকর্তা এমরুল কবির বলেন, আজ ভোর পাঁচটার দিকে টহল দায়িত্ব পালনের সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে খবর দেন, হাতিরপুল পুকুরপাড়ে (ফ্রি স্কুল স্ট্রিট) মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ আছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।