হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
Published: 9th, May 2025 GMT
ভাড়া নিয়ে বিতর্কের জের ধরে হেলপারের ধাক্কায় বাস থেকে পড়ে মো. সিয়াম (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাত ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সিয়াম গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সিয়াম গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে ভাড়া নিয়ে ওই বাসের হেলপারের সঙ্গে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে হেলপার উত্তেজিত হয়ে সিয়ামকে ধাক্কা দেয়। তার ধাক্কায় ওই শিক্ষার্থী বাস থেকে পড়ে যায়। এসময়ে পিছনে থেকে অপর একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চ্যাম্পিয়ন পরিবহনের বাসটি আটক কর হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঢাকা/রেজাউল/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তাদের পাশে থাকতে হবে : মাও. জব্বার
জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, যখনি যেখানে শ্রমিক সমস্যায় পড়বে সাথে সাথে সমাধানের জন্য এগিয়ে যেতে হবে। শ্রমজীবী মানুষের অধিকার আদাইয়ে সর্বদা তাদের পাশে থাকতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে চাষাড়াস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি আরো বলেন, আল্লাহর দেওয়া অর্থ অসহায় মানুষের জন্য ব্যায় করতে হবে, মানুষ যখন তার অধিকার আদায়ে শ্রমিক নেতৃবৃন্দকে পাশে পাবে তখন তারা মন থেকে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। ময়দানে কাজের সুবিধার্থে যাকে যেখানে দায়িত্ব দেওয়া হয় তাকে সেখানে অন্তরিকাতা সহকারে কাজ করতে হবে।
মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্নার সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সহ সভাপতি মোশাররফ হোসাইন, মুন্সি মো: আব্দুল্লাহ ফাইসূল, অফিস সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, কোষাধ্যক্ষ খোরশেদ আলম রবিন, ইকবাল হোসাইন, এরশাদ খান সহ মহানগর নির্বাহী সদস্য ও থানা সভাপতি বৃন্দ।