অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগির মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম হইচই-তে। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তার সঙ্গে থাকছেন একঝাঁক তারকা অভিনেত্রী— তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম, ফারহানা হামিদ, নতুন মুখ অদিতি এবং বৃষ্টি।

নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, “দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই এই সিরিজে যুক্ত হয়েছি। তাছাড়া অমিতাভ রেজার সঙ্গে বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ।”

নতুন মোশাররফ করিমকে দেখা যাবে সিরিজটিতে। এই অভিনেতা বলেন, “দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবেন। এই সিরিজে রুনা খান গরম মেজাজের ও আত্মবিশ্বাসী এক ভিন্নধর্মী নারীর চরিত্রে অভিনয় করেছেন।”

আরো পড়ুন:

পর্দার মায়েদের নিয়ে ফারিণের মুগ্ধতা

ওড়না বা হিজাব পরে খেলার সুযোগই নেই: তাসনুভা তিশা

এছাড়া তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুই করিম এবং ফারহানা হামিদও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেছেন। অদিতি ও বৃষ্টি এ সিরিজের মাধ্যমে ওটিটিতে পা রাখবেন।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, “সবার জন্য এটি ছিল দুর্দান্ত এক জার্নি। এখন শুধু অপেক্ষা হইচইয়ের দর্শকের কাছে আমাদের ‘বোহেমিয়ান ঘোড়া’ পৌঁছানোর। এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা তুলে ধরা হয়েছে। সঙ্গে রয়েছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এই স র জ চর ত র

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ