সোনার দাম কমে ভরি এখন ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা
Published: 11th, May 2025 GMT
দেশের বাজারে সোনার দাম কমেছে। এ দফায় ভরিতে সর্বোচ্চ দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর কথা জানায়। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আজ রোববার থেকে কার্যকর হয়েছে।
গত ২৩ এপ্রিল দেশে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৩৪২ টাকা বেড়েছিল। তখন ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। দেশের বাজারে সেটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। সর্বশেষ ৮ মে দেশের বাজারে সোনার দাম কমেছিল। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছিল ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্তের ফলে আজ রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়ায় ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা।
এদিকে গতকাল শনিবার পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৫৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ১৬ হাজার ২৬৭ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসেবে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ৯৯২ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমেছে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা ও সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও সমিতির নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ন র দ ম কম ২২ ক য র ট র ২১ ক য র ট ১৮ ক য র ট দ ম কম ছ
এছাড়াও পড়ুন:
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন যাত্রী।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি।
চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। আহত ছয় জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এছাড়া বাসের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, রাত আড়াইটা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে পুরো বাসটি তল্লাশি করা হয়েছে। দুর্ঘটনায় বাসের নিচে আর কোনো যাত্রী আটকে ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে।
ঢাকা/তারেকুর/এস