চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে পটিয়া ও বোয়ালখালী থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগের নেতারা হলেন পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো.

গিয়াস উদ্দিন (৩১) ও পৌর ছাত্রলীগ নেতা মো. বছিরুল হক (২৩)।

পুলিশ জানায়, শনিবার রাত দেড়টার দিকে বোয়ালখালী থানার পুলিশ বোয়ালখালীর মিলিটারি পুল এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় পুলিশ সিএনজিচালিত একটি অটোরিকশাকে থেকে পটিয়া কলেজের ছাত্রলীগ নেতা মো. গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর গিয়াসকে জিজ্ঞাসাবাদ করে ছাত্রলীগ নেতা বছিরুলের অবস্থান জানতে পারে পুলিশ। রাত প্রায় তিনটার দিকে পটিয়ার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ একটি একনলা বন্দুক, তিনটি গুলি, চারটি পিস্তলের গুলি, দুটি চাকু উদ্ধার করে।

পটিয়া থানার উপপরিদর্শক মোহাম্মদ আসাদ বলেন, দুই আসামি গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলি করেছেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র প ত র কর

এছাড়াও পড়ুন:

দাঁড়িয়ে ছিলাম, এক অটো এসে ধাক্কা দিয়েছে

আগের পর্বআরও পড়ুনআমি মোটেও তেল দেওয়ার জন্য কথাটা বলি নাই৩১ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ