কৃষি গুচ্ছে দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা প্রকাশ, ১২৭ শিক্ষার্থী পেলেন বিষয় বরাদ্দ
Published: 17th, May 2025 GMT
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আরও ১২৭ শিক্ষার্থীকে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তালিকায় দেখা গেছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫২ জনকে মেধাক্রম অনুসারে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় অটোমাইগ্রেশনের পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ১২৭ জন নতুন করে আসন পেয়েছেন এবার।
তালিকা দেখতে ক্লিক করুন।
আরও পড়ুনকানাডায় বিদেশি শিক্ষার্থীদের আশ্রয় আবেদনে রেকর্ড, আরও বৃদ্ধির সম্ভাবনা১৬ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নগর ভবনের সব ফটকে তালা দিলেন ইশরাকের সমর্থকেরা, সেবা ব্যাহত, কালও বিক্ষোভ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকেরা। এতে নগর ভবন থেকে সেবা সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
আজ শনিবার সকাল নয়টার দিকে নগর ভবনে প্রবেশের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইশরাক হোসেনকে মেয়র পদে না বসানোর প্রতিবাদে 'ঢাকাবাসী' ব্যানারে বিক্ষোভে অংশ নেওয়া তাঁর সমর্থক ও অনুসারীরা এই পদক্ষেপ নিয়েছেন।
বিক্ষোভ কর্মসূচি থেকে ইশরাক হোসেনের সমর্থকেরা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি তাঁদের যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন।
করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা কার্যত অঘোষিত ছুটি পালন করছেন। তাঁদের কেউ নগর ভবনে ঢুকতে পারছেন না। নগর ভবনে স্থানীয় সরকার বিভাগেরও অফিস রয়েছে। এখানেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেন। তালা ঝুলিয়ে দেওয়ার কারণে এই অফিসেরও সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
তবে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি প্রথম আলোকে বলেন, কর্মসূচি পালনের দ্বিতীয় দিনে গত বৃহস্পতিবারও নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ওই দিন থেকেই কার্যত নগর ভবন থেকে সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।
নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের বিক্ষোভ