দেবীগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
Published: 17th, May 2025 GMT
পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অনুপম দেবীডুবা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের অনন্ত রায়ের ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত বছরের ৪ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক ১৮ অক্টোবর ৪২ জনের নাম উল্লেখসহ ১ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই হামলার ঘটনায় অনুপমের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা ছিল।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় অনুপমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গ্রেপ্তার অনুপম আওয়ামী শাসনামলে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল। ৫ আগস্ট পরবর্তী তিনি অবৈধ পথে ভারতে গিয়ে আত্মগোপন করেন। সচেতন মহলের ধারণা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সম্প্রতি সে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আওয় ম ল গ আওয় ম ল গ ন ত
এছাড়াও পড়ুন:
স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার: জ্বালানি উপদেষ্টা
অন্তর্বর্তী সরকার স্মরণকালের ভালো নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন জ্বালানি মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ভালো নির্বাচন মানে যে ভোটার ভোট দিতে যাবেন, সে ভোট দিতে পারবেন।
শুক্রবার দুপুরের দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গ্যাস অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা এ সময় আরও বলেন, প্রার্থীদের পোলিং এজেন্টার থাকতে পারবেন। সবার সামনে উন্মুক্তভাবে ভোট গণনা করা হবে। যে নির্বাচিত হয়ে আসবেন তাকেই আমরা স্বাগত জানাব।
তিনি বলেন, আপনারা এমন লোককে নির্বাচিত করবেন যিনি উন্নয়ন প্রকল্পটা সঠিকভাবে ব্যয় করবেন, সঠিক প্রকল্পে ব্যয় করবেন। তিনি এমন কোনো কাজ করবেন না, যাতে তাকে পালিয়ে যেতে হয়। তিনি যেন থাকেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। আশা করি আমরা একটা সফল নির্বাচন করতে সক্ষম হবো। আমাদের যাত্রায় বিঘ্ন ঘটেছে, সেই বাধা কাটিয়ে নতুন যাত্রা শুরু করতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মো. সাইফুল ইসলাম, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা প্রশাসক হাছিনা বেগমসহ অনেকেই। পরে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মাদারগঞ্জ সোলার প্ল্যান পরিদর্শনে যান।