চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ মাসে। আবার এ মাসে যতটা এলাকাজুড়ে তাপপ্রবাহ ছিল, তা চলতি বছরের অন্য কোনো সময় দেখা যায়নি। এখন বৃষ্টি হচ্ছে, আবার ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমনটা থাকতে পারে আরও কয়েক দিন।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ রোববার প্রথম আলোকে বলেন, এখন কালবৈশাখীর সময়। ঝড়–বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমে আসে। রাতের দিকে এমনটা দেখা যাচ্ছে। তবে এই সময়টায় দ্রুত মেঘ কেটে যায়। আর মেঘমুক্ত আকাশে দিনের কড়া রোদ গরমের অনুভূতি বাড়ায়।

আফরোজা সুলতানা বলেন, সাধারণত এপ্রিল–মে মাসে তাপমাত্রা ও আর্দ্রতা দুটিই বেশি থাকে। গরমও বেশি অনুভূত হয়। যদিও এবার গরম তুলনামূলক কম রয়েছে। আজ ও আগামীকাল সোমবার পরিস্থিতি একই থাকতে পারে। আগামী মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃহস্পতিবার নাগাদ তা কমার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট—এই পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বান্দরবান ও খুলনা অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ চলছে, আজ বৃষ্টি বেড়ে তা কমে যেতে পারে।

আরও পড়ুনদুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত১৬ মে ২০২৫

গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বান্দরবানের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২১ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে, ১২১ মিলিমিটার।

বৃষ্টি হলেও গরমের ভাবটা যে চলে গেছে, ব্যাপারটা কিন্তু তা নয়; বরং ভ্যাপসা গরম দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হচ্ছে। এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

শাহিনুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বেশির ভাগ বৃষ্টি হচ্ছে দুপুরের পর বিকেলে বা সন্ধ্যায়। রাতে হয়তো গরমটা কমছে, কিন্তু দিনের সূর্যের আলো পাওয়ার পর থেকেই আবার বেড়ে যাচ্ছে। এখন যেহেতু দিন অপেক্ষাকৃত বড়, সে ক্ষেত্রে তাপও বাড়ছে। তাই বৃষ্টি হলেও স্বস্তির অনুভূতি ততটা নেই।

আরও পড়ুনঢাকাসহ আরও কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে, হতে পারে বজ্রপাতও১৭ মে ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ভ ত

এছাড়াও পড়ুন:

বৃষ্টি ঝরছে, গরমও লাগছে, এমন কেন হচ্ছে

চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ মাসে। আবার এ মাসে যতটা এলাকাজুড়ে তাপপ্রবাহ ছিল, তা চলতি বছরের অন্য কোনো সময় দেখা যায়নি। এখন বৃষ্টি হচ্ছে, আবার ভ্যাপসা গরমও অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমনটা থাকতে পারে আরও কয়েক দিন।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ রোববার প্রথম আলোকে বলেন, এখন কালবৈশাখীর সময়। ঝড়–বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমে আসে। রাতের দিকে এমনটা দেখা যাচ্ছে। তবে এই সময়টায় দ্রুত মেঘ কেটে যায়। আর মেঘমুক্ত আকাশে দিনের কড়া রোদ গরমের অনুভূতি বাড়ায়।

আফরোজা সুলতানা বলেন, সাধারণত এপ্রিল–মে মাসে তাপমাত্রা ও আর্দ্রতা দুটিই বেশি থাকে। গরমও বেশি অনুভূত হয়। যদিও এবার গরম তুলনামূলক কম রয়েছে। আজ ও আগামীকাল সোমবার পরিস্থিতি একই থাকতে পারে। আগামী মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃহস্পতিবার নাগাদ তা কমার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট—এই পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বান্দরবান ও খুলনা অঞ্চলে যে মৃদু তাপপ্রবাহ চলছে, আজ বৃষ্টি বেড়ে তা কমে যেতে পারে।

আরও পড়ুনদুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে বজ্রপাত১৬ মে ২০২৫

গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর বান্দরবানের তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে, ২১ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাঙামাটিতে, ১২১ মিলিমিটার।

বৃষ্টি হলেও গরমের ভাবটা যে চলে গেছে, ব্যাপারটা কিন্তু তা নয়; বরং ভ্যাপসা গরম দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হচ্ছে। এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বেশির ভাগ বৃষ্টি হচ্ছে দুপুরের পর বিকেলে বা সন্ধ্যায়। রাতে হয়তো গরমটা কমছে, কিন্তু দিনের সূর্যের আলো পাওয়ার পর থেকেই আবার বেড়ে যাচ্ছে। এখন যেহেতু দিন অপেক্ষাকৃত বড়, সে ক্ষেত্রে তাপও বাড়ছে। তাই বৃষ্টি হলেও স্বস্তির অনুভূতি ততটা নেই।

আরও পড়ুনঢাকাসহ আরও কয়েক জায়গায় বৃষ্টি হতে পারে, হতে পারে বজ্রপাতও১৭ মে ২০২৫

সম্পর্কিত নিবন্ধ