অভিনেত্রী নুসরাত ফারিয়া ডিবি কার্যালয়ে
Published: 18th, May 2025 GMT
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয় আনা হয়েছে।
রবিবার (১৮ মে) বিমানবন্দর থেকে আটকের পর ইমিগ্রেশন পুলিশ তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও জিজ্ঞাসাবাদের জন্য মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেম ভাটারা থানার ওসি তদন্ত।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, থাইল্যান্ড যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে। বিমানবন্দরে তার জিজ্ঞাসাবাদ চলছে।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয় নুসরাত ফারিয়াকে। তবে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না তা এখনও জানা যায়নি।
মামলা সূত্রে জানা গেছে―সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জের বিচ্ছিন্ন ছয় ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি
ছবি: প্রথম আলো