ঝড়ে উড়ে গেছে বিদ্যালয়ের টিন, ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান
Published: 18th, May 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঝড়ে উড়ে গেছে নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়ের চালের টিন। শুক্রবার দিবাগত রাতের ঝড়ে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। রবিবার (১৮ মে) ঝুঁকিপূর্ণ কক্ষেই শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৯৭৩ সালে নাসিরাবাদ দুলাহার উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়ের অধিকাংশ ঘর মাটির। গত শুক্রবারের ঝড়ে মাটির তৈরি তিনটি ঘরের মধ্যে ২টির চালের টিন উড়ে গেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অকিল চন্দ্র বর্মণ বলেন, ‘‘ঝড়ে বিদ্যালয়ের চালের টিন উড়ে যাওয়া ছাড়াও দরজা, জানালা, ফ্যান, টেবিল-চেয়ার-বেঞ্চ, বিদ্যুতের মিটারসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’’
নাচোল উপজেলার শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন বলেন, ‘‘ঝড়ে বিদ্যালয় ক্ষতিগ্রস্তের বিষয়টি জানতে পেরেছি। জেলা শিক্ষা অফিসে বিষয়টি জানানো হবে। সেখান থেকে অর্থ ছাড় হলে প্রতিষ্ঠানটি মেরামতের কাজ শুরু হবে।’’
ঢাকা/শিয়াম/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।