“নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Published: 18th, May 2025 GMT
দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌ-যান সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রান'' এই স্লোগানকে সামনে রেখে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ নৌ- পরিবহন অধিদপ্তর কতৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন অধিদপ্তরের মহা-পরিচালক কমডোর মোঃ শফিউল বারী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে শফিউল বারী বলেন, আমার নাবিক জিবনের ৩৪ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, নৌপথের নিরাপত্তার জন্য তিনটি সমস্যা দায়ী, যেমন মানুষ, নৌ-যান, পানি, এই তিনটা যদি নিরাপদ থাকে তাহলে আমাদের নৌযান ও নিরাপদ থাকবে।
তিনি আরও বলেন, নাবিক নিরাপদ থাকবে যেভাবে নাবিকের যদি জ্ঞান, ট্রেনিং ও ডিসিপ্লিন থাকে তখনই ড্রাইভার বলেন মাস্টার বলেন পাইলট বলেন যেই এই নৌ-যানটাকে চালায় তখন সেই নিরাপদে থাকে।
নৌপরিবহন অধিদপ্তর এর চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মনজুরুল কবীর সভাপতিত্বে ও তানজিলা খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, নৌ পুলিশের অফিসার ইনচার্জ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজির আহমেদ, বাংলাদেশী নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া, শ্রমিক নেতা মোঃ মাহমুদ হোসেন সহ প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর বহন ন র পদ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
‘ওজোনস্তর ক্ষয়ে স্বাস্থ্য, কৃষি ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে’
ওজোনস্তর ক্ষয়ের ফলে মানবস্বাস্থ্য, কৃষি উৎপাদন ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেছেন, “ওজোনস্তর রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।”
বিশ্ব ওজোন দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, “মন্ট্রিয়ল প্রটোকলের মতো কার্যকর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও বাস্তবায়নের কারণে পৃথিবী আজ ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণে সফল হয়েছে। এটি একটি দৃষ্টান্ত যে, রাজনৈতিক সদিচ্ছা থাকলে আন্তর্জাতিক আইনও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।”
উন্নত দেশগুলো অর্থ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করায় ওজোনস্তর রক্ষায় বৈশ্বিক সাফল্য এসেছে মন্তব্য করে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায়ও একইভাবে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি ও সহযোগিতা অপরিহার্য। আমরা চাই, সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে নিয়ে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা হোক। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক আচরণে পরিবর্তন আনলেই টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন মানিক।
এতে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক এবং ইউএনডিপির প্রতিনিধি।
অনুষ্ঠানে বিশ্ব ওজোন দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা