দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌ-যান সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রান'' এই স্লোগানকে সামনে রেখে নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নগরীর আলী আহমেদ চুনকা পাঠাগার মিলনায়তনে বাংলাদেশ নৌ- পরিবহন অধিদপ্তর কতৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন অধিদপ্তরের মহা-পরিচালক কমডোর মোঃ শফিউল বারী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শফিউল বারী বলেন, আমার নাবিক জিবনের ৩৪ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, নৌপথের নিরাপত্তার জন্য তিনটি সমস্যা দায়ী, যেমন মানুষ, নৌ-যান, পানি, এই তিনটা যদি নিরাপদ থাকে তাহলে আমাদের নৌযান ও নিরাপদ থাকবে।

তিনি আরও বলেন, নাবিক নিরাপদ থাকবে যেভাবে নাবিকের যদি জ্ঞান, ট্রেনিং ও ডিসিপ্লিন থাকে তখনই ড্রাইভার বলেন মাস্টার বলেন পাইলট বলেন যেই এই নৌ-যানটাকে চালায় তখন সেই নিরাপদে থাকে।

নৌপরিবহন অধিদপ্তর এর চীফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মনজুরুল কবীর সভাপতিত্বে ও তানজিলা খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা  প্রশাসক, নৌ পুলিশের  অফিসার ইনচার্জ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি বদিউজ্জামান বাদল, বাংলাদেশ নৌপরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজির আহমেদ, বাংলাদেশী নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া, শ্রমিক নেতা মোঃ মাহমুদ হোসেন সহ প্রমূখ। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ পর বহন ন র পদ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পাগলা গাছের মেলায় দর্শনার্থীদের ভিড়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হামছাদী গ্রামে গাছের খুঁটিকে পূজা করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। ৫০০ বছরের বেশি সময় ধরে তারা এই পূজা করছেন।পূজা উপলক্ষে সেখানে আয়োজন করা হয় মেলা। স্থানীয়রা মেলাটিকে ‌‌‘পাগলা গাছের মেলা’ নামেই চেনেন।

গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া মেলায় যোগ দিতে আশপাশের এলাকার মানুষ ভিড় করছেন হামছাদী গ্রামে। শনিবার (১৭ মে) শেষ হবে মেলার আনুষ্ঠানিকতা। 

প্রতি বছর ৩১ বৈশাখ থেকে জৈষ্ঠ মাসের ২ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। মূলত ৩১ বৈশাখ দুপুর থেকে হামছাদী গ্রামের বটতলায় মেলার পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলার আনুষ্ঠানিকতা পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হয়।

আরো পড়ুন:

মঙ্গলবার দিনব্যাপী কবি সুকান্ত মেলা, প্রস্তুতি সম্পন্ন

টাঙ্গাইলে জামাই মেলায় দর্শনার্থীদের ঢল

এলাকাবাসী জানান, ৫০০ বছর আগে হামছাদী গ্রামের ফনি সেন ও সুরেন্দ্র সেন নামের দুই ভাই ঘর তৈরির জন্য বার্মা থেকে ২০টি খুঁটি কিনে আনেন। জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ রাতে তারা দুই ভাই স্বপ্নে দেখেন, তাদের কেনা খুঁটি থেকে দুইটি খুঁটি নিজেদের দেবতা হিসেবে পরিচয় দিচ্ছে। খুঁটি দুইটি পাগল রূপ ধারণ করে তাদের উদ্দেশ্যে বলছিল, আমাকে ঘরের খুঁটির কাজে লাগাবে না। আমি তোমাদের দেবতা। আমাদের উপাসনা কর। এতে তোমাদের মঙ্গল হবে। পাপ থেকে মুক্তি পাবে। রোগ নিরাময় হবে।

এ ঘটনার পরের দিন দুই ভাই বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি পুকুর পাড়ে খুঁটি দুইটি দেখতে পান। এরপর থেকে তারা দুই ভাই খুঁটিগুলোকে দেবতা মনে করে পূজা করতে থাকেন। তখন থেকে ওই এলাকার হিন্দুরা গাছের খুঁটি দুইটিকে প্রতিবছর পহেলা জ্যৈষ্ঠে পূজা করতে শুরু করেন। পরে একটি খুঁটি হারিয়ে যায়।

এলাকাবাসী জানান, খুঁটিটি পূজামণ্ডপের পার্শ্ববর্তী একটি পুকুরে সারা বছর ডুবিয়ে রাখা হয়। পাগল ভক্তরা প্রতিবছর পুকুর থেকে খুঁটিটি উঠিয়ে দুধ দিয়ে গোসল করান। তারা ফল, ঘি, খাসি ও পাঠা পাগলা খুঁটির নামে উৎসর্গ করেন। পূজা শেষে খুঁটিটি আবারো ওই পুকুরের পানিতে ডুবিয়ে রাখা হয়। 

পূজা উপলক্ষে আয়োজিত মেলায় নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দুরা যোগ দিতে আসেন। অন্য ধর্মের লোকরাও আসেন।

শুক্রবার (১৬ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, মেলায় নাগর দোলা, বাঁশের বাঁশি, কাঠের চেয়ার, হাতপাখা, চৌকি, মোড়া, চুড়ি, প্লাস্টিকের খেলনা, মিষ্টির দোকানসহ বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছেন দোকানিরা। 

হামছাদী গ্রামের ইমরান হোসেন বলেন, “পূজা উপলক্ষে মেলার আয়োজন হয়। এই মেলায় যোগ দিতে গ্রামের প্রতিটি বাড়িতেই আসেন আত্মীয়-স্বজনরা। প্রতিবছর এ মেলার জন্য স্বজনরা অপেক্ষায় থাকেন।”

পূজা উদযাপন কমিটির সদস্য তপন কুমার চক্রবর্তী বলেন, “এ মেলা আমাদের হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য বহন করে। মেলার আনুষ্ঠানিকতা পূজা অর্চনার মধ্য দিয়ে শুরু হয়।”

তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে মেলা উদযাপনের লক্ষ্যে এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মেলায় গীতা পাঠ ও কীর্তন পরিবেশিত হয়। এই পাগলা গাছের মেলা দর্শনার্থীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়।”

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির নানা কর্মসূচি
  • জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির নানা কর্মসূচি গ্রহণ 
  • আবার আড্ডা হবে জমবে শান্ত দুপুর
  • আমরা যুদ্ধ জিতেছি, তবে শান্তি চাই: শাহবাজ শরিফ
  • উচ্চ রক্তচাপ প্রতিরোধে সচেতনতা জরুরি
  • আমরা যুদ্ধ জিতেছি, তবে শান্তি চাই: পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি
  • ঈদের ছুটির সমন্বয়ে শনিবার খোলা পুঁজিবাজার
  • শনিবার খোলা থাকবে সব সরকারি অফিস
  • সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পাগলা গাছের মেলায় দর্শনার্থীদের ভিড়