নারায়ণগঞ্জে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, সাংবাদিক জিসানের মুক্তির দাবী  ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিকেরা। মঙ্গলবার (২০ মে) ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বলেন, আপনারা যদি সাংবাদিকদের মামলা দিতে চান তাহলে এর বিরুদ্ধে আমরাও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো। সাংবাদিক সমাজ কারও পক্ষে বা বিপক্ষে লেখি না। আমরা যা দেখি যা বুঝি তাই লিখি। আমরা দেশের স্বার্থে লিখি। আমরা পুলিশ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিপক্ষ নই।

তিনি আরো বলেন, আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা এসকল অপচেষ্টা বন্ধ করুন। সাংবাদিকদের টুঁটি চেপে ধরার চেষ্টা করলে এর পরিনতি ভাল হবে না।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী,  সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,  ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা শাহাদাত হোসেন,  ডেইলি  স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম, সাংবাদিক মাসুদ আলী, শাকিল আহমেদ ডিয়েল, পম আজিজ, সেলিম হোসেন, সোহেল রানা, জসিমউদদীন, জাহাঙ্গীর হোসেন, রাকিব চৌধুরী শিশির, মিতু, লিজা, আনোয়ার হোসেন সজিব, জুয়েল চৌধুরী, ফজলুল হক পলাশ প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৯৯ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের ২ হাজার ৫ শত শিক্ষার্থীদের মাঝে ৪টি করে মোট ১০ হাজার গাছ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এই গাছ বিতরণ করা হয়। 

এসময় ১০ জন উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাকী চারা গুলো বিতরণের ব্যবস্থা নেয়া হয়েছে। অপর দিকে কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে ৪০০ তাল গাছ ও ১৮০০ লেবু ও নারিকেল গাছসহ বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় ইউএনও জাফর সাদিক চৌধুরী বলেন, জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচির আওতায়  নারায়ণগঞ্জ সদর উপজেলার সকল শিক্ষার্থী, কৃষক ও প্রতিষ্ঠান পর্যায়ে এই চারা গুলো বিতরণ করা হয়।

এ জেলাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে জেলা প্রশাসনের সাথে সকল অংশীজনদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান যেন সোনালি ইতিহাস হয়ে থাকে সেটাই কামনা করেন ইউএনও জাফর সাদিক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রুপালি খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুস সালামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে শ্রমিক দলের গণসংযোগে হাজারো নেতাকর্মীর ঢল
  • উৎসবমূখর পরিবেশে সিদ্ধিরগঞ্জে ৯২-৯৩ ব্যাচ এর মৌসুমী ফল উৎসব
  • সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ