বরিশাল নগরীতে আটকের পর হ্যান্ডকাপ পরা অবস্থায় পালিয়েছেন দুই যুবক। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে নগরের ভাটিখানা সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে পুলিশ পলাতকদের ধরতে চিরুনি অভিযান শুরু করে। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের আটক করা যায়নি। 

পলাতক যুবকরা হলেন- মিরাজ ইসলাম ও রাসেল। 

কাউনিয়া থানার সহকারী কমিশনার মো.

মশিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন হ্যান্ডকাপসহ পালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হবে। 

জানা গেছে, নগরীর সাহাপাড়া তালুকদার বাড়ি এলাকা থেকে মাদকসহ নাসির, মামুন, আল-আমিন, মিরাজ ও রাসেল নামক পাঁচজনকে আটক করা হয়। দুজনকে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের মোবাইল টিমের হাতে দেওয়া হয়। অভিযানকারী দল অপর তিনজনকে নিয়ে সামনের দিকে যাচ্ছিল। পেছনে মোবাইল টিমের সঙ্গে থাকা হ্যান্ডকাপ পরা মিরাজ ও রাসেল কৌশলে পালিয়ে যান।

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল অভ য ন আটক

এছাড়াও পড়ুন:

ধানক্ষেত দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলা, আহত ২০

জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি পরিবারের পাকা ধানসহ কৃষিজমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার উপজেলার চরচারিয়া গ্রামের কৃষক জামাল উদ্দিন ও তাঁর ভাইদের সাত একরের বেশি জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে নেয় বলে তারা জানিয়েছেন। এতে বাধা দিলে প্রতিপক্ষের হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের মধ্যে শরিফ উদ্দিন, নওশী পারভীন, শারমিন, শাহিদা বেগম, মোস্তফা, কাউছার, সাইফুল, হাফিজুর ও সবুজের নাম জানা গেছে। খবর পেয়ে যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সরেজমিনে গেলে ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা জানান, কৃষক জামাল উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা পৈতৃক সূত্রে পাওয়া সাত একর ২৩ শতাংশ জমি দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। গ্রামের প্রভাবশালী বাক্কার আলী ও তার সহযোগীরা একটি মামলার সূত্রে এ জমি দখলের চেষ্টা করছিলেন। সোমবার ভোরে শতাধিক লোক ও দেশীয় অস্ত্র নিয়ে গিয়ে জমির পাকা ধান কেটে নেন। সেখানে অস্থায়ী টিনের চালা ঘর নির্মাণ করেন তারা। 

জামাল উদ্দিন বলেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। এটি নিষ্পত্তির আগেই প্রতিপক্ষ বেআইনিভাবে জমিতে প্রবেশ করে ঘর তুলতে গেলে তারা বাধা দেন। তখন তারা হামলা চালালে অন্তত ২০ জন আহত হয়েছেন। 

ভুক্তভোগী কৃষকের ভাষ্য, সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও জমিটি দখলমুক্ত হয়নি। এ ঘটনায় তাঁর ভাই শহিদুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে হামলায় অভিযুক্তদের অনেকে গ্রেপ্তার ও পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, জমি দখলচেষ্টা ও সংঘর্ষের ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ

  • সিলেটের পাথরকোয়ারিতে আবারও অভিযান, এবার ৫ জনকে কারাদণ্ড
  • ধানক্ষেত দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলা, আহত ২০