ব্যক্তিজীবনে নীরব, প্রচারবিমুখ নায়ক বাপ্পারাজ পেশাগত কাজের বাইরে বরাবরই আড়ালে থেকেছেন। ঠিক যেমন অভিনয়ে নিবেদিত। তেমনি রাজনীতি থেকেও নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছেন।

রাজনীতিতে শিল্পীদের সম্পৃক্ত হওয়া নিয়ে নিজের মত স্পষ্ট করে বাপ্পারাজ বলেন, “শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা উচিত। একইসঙ্গে দুই জগতে থাকলে সুযোগ নেওয়ার প্রবণতা আসে। অনেকেই সেই ফাঁদে পড়ে বিপদে পড়েছেন।”

অভিজ্ঞতা তুলে ধরে বাপ্পারাজ বলেন, “আমি কোনো দলের সঙ্গে কখনো জড়াইনি, জড়াবও না। দাওয়াত পেলে অনুষ্ঠানেও গেছি—আওয়ামী লীগ, বিএনপি, সবার। কিন্তু কোনো সুবিধা নিতে চাইনি, কেবল নিজের পেশাগত কাজটাই করেছি। এজন্যই কখনো প্রশ্নবিদ্ধ হইনি।”

আরো পড়ুন:

শিল্পী সমিতি নিয়ে অমিত হাসানের বিস্ফোরক মন্তব্য

নায়ক থেকে খলনায়ক, জাসাস থেকে দূরে: মিশার স্বীকারোক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করে বাপ্পারাজ বলেন, “কিছু লোক যুক্ত হওয়ার পর সংগঠনটি যেন কোনো দলের চাটুকার হয়ে উঠেছিল। বাইরের লোকদের নিয়ে মালা পরানো হতো, শিল্পীদের দিয়ে ছবি তোলা হতো। এসব তোষামোদি আসলে নিজের স্বার্থ রক্ষার খেলা। শিল্পীদের জন্য এটা অপমানজনক।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন ত

এছাড়াও পড়ুন:

শুঁটকিপল্লির ব্যস্ত সময়

২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ