রাজনীতির ফাঁদে পড়ে শিল্পীরা বিপদে, মন্তব্য বাপ্পারাজের
Published: 22nd, May 2025 GMT
ব্যক্তিজীবনে নীরব, প্রচারবিমুখ নায়ক বাপ্পারাজ পেশাগত কাজের বাইরে বরাবরই আড়ালে থেকেছেন। ঠিক যেমন অভিনয়ে নিবেদিত। তেমনি রাজনীতি থেকেও নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছেন।
রাজনীতিতে শিল্পীদের সম্পৃক্ত হওয়া নিয়ে নিজের মত স্পষ্ট করে বাপ্পারাজ বলেন, “শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা উচিত। একইসঙ্গে দুই জগতে থাকলে সুযোগ নেওয়ার প্রবণতা আসে। অনেকেই সেই ফাঁদে পড়ে বিপদে পড়েছেন।”
অভিজ্ঞতা তুলে ধরে বাপ্পারাজ বলেন, “আমি কোনো দলের সঙ্গে কখনো জড়াইনি, জড়াবও না। দাওয়াত পেলে অনুষ্ঠানেও গেছি—আওয়ামী লীগ, বিএনপি, সবার। কিন্তু কোনো সুবিধা নিতে চাইনি, কেবল নিজের পেশাগত কাজটাই করেছি। এজন্যই কখনো প্রশ্নবিদ্ধ হইনি।”
আরো পড়ুন:
শিল্পী সমিতি নিয়ে অমিত হাসানের বিস্ফোরক মন্তব্য
নায়ক থেকে খলনায়ক, জাসাস থেকে দূরে: মিশার স্বীকারোক্তি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করে বাপ্পারাজ বলেন, “কিছু লোক যুক্ত হওয়ার পর সংগঠনটি যেন কোনো দলের চাটুকার হয়ে উঠেছিল। বাইরের লোকদের নিয়ে মালা পরানো হতো, শিল্পীদের দিয়ে ছবি তোলা হতো। এসব তোষামোদি আসলে নিজের স্বার্থ রক্ষার খেলা। শিল্পীদের জন্য এটা অপমানজনক।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন ত
এছাড়াও পড়ুন:
ইসরায়েলের নতুন হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
ইরানের রাজধানী তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় রবিবার (১৫ জুন) বিকেলে চালানো এ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি হাসান মোহাকিক নিহত হয়েছেন।
রবিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আরো পড়ুন:
ইসরায়েলে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, তেল আবিব ও হাইফাতে সরাসরি আঘাত
ইরানে আবারো হামলা চালাচ্ছে ইসরায়েল
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানিয়েছে, তেহরানে ইসরায়েলের নতুন হামলায় আইআরজিসির তৃতীয় ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরিও নিহত হয়েছেন।
এর আগে, শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রথম হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইরান।
রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ও শনিবার ইরানজুড়ে ইসরায়েলি হামলায় ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯০০ জন। হতাহতদের মধ্যে কমপক্ষে ৪০ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।
ঢাকা/ফিরোজ