রাজনীতির ফাঁদে পড়ে শিল্পীরা বিপদে, মন্তব্য বাপ্পারাজের
Published: 22nd, May 2025 GMT
ব্যক্তিজীবনে নীরব, প্রচারবিমুখ নায়ক বাপ্পারাজ পেশাগত কাজের বাইরে বরাবরই আড়ালে থেকেছেন। ঠিক যেমন অভিনয়ে নিবেদিত। তেমনি রাজনীতি থেকেও নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছেন।
রাজনীতিতে শিল্পীদের সম্পৃক্ত হওয়া নিয়ে নিজের মত স্পষ্ট করে বাপ্পারাজ বলেন, “শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে করা উচিত। একইসঙ্গে দুই জগতে থাকলে সুযোগ নেওয়ার প্রবণতা আসে। অনেকেই সেই ফাঁদে পড়ে বিপদে পড়েছেন।”
অভিজ্ঞতা তুলে ধরে বাপ্পারাজ বলেন, “আমি কোনো দলের সঙ্গে কখনো জড়াইনি, জড়াবও না। দাওয়াত পেলে অনুষ্ঠানেও গেছি—আওয়ামী লীগ, বিএনপি, সবার। কিন্তু কোনো সুবিধা নিতে চাইনি, কেবল নিজের পেশাগত কাজটাই করেছি। এজন্যই কখনো প্রশ্নবিদ্ধ হইনি।”
আরো পড়ুন:
শিল্পী সমিতি নিয়ে অমিত হাসানের বিস্ফোরক মন্তব্য
নায়ক থেকে খলনায়ক, জাসাস থেকে দূরে: মিশার স্বীকারোক্তি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কড়া সমালোচনা করে বাপ্পারাজ বলেন, “কিছু লোক যুক্ত হওয়ার পর সংগঠনটি যেন কোনো দলের চাটুকার হয়ে উঠেছিল। বাইরের লোকদের নিয়ে মালা পরানো হতো, শিল্পীদের দিয়ে ছবি তোলা হতো। এসব তোষামোদি আসলে নিজের স্বার্থ রক্ষার খেলা। শিল্পীদের জন্য এটা অপমানজনক।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র র জন ত
এছাড়াও পড়ুন:
বন্দরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ টিপুর নেতৃত্বে জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (২ আগস্ট ) বিকেলে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ান ভাগ থেকে শুরু করে দেওয়ান ভাগ বাজারসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিভিন্ন জনসাধারণ, দোকানদার, পথচারী, রিক্সা চালকদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন, বন্দর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, বিএনপি নেতা আমিনুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আঃ রহিম, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. বাবুল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খান্দকার, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সজিব, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সম্রাট হাসান সুজন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ পাঁচটি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।