পদ্মার বালুমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৬
Published: 22nd, May 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে বালুমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীর চর এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- সেলিম হোসেন, চপল সরদার, রেজাউল হক ওরফে লালু, শওকত ইসলাম, রিপন হোসেন ও সানাউল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদীর সাঁড়া এলাকার পদ্মা নদীর বালু ব্যবসা নিয়ে কুষ্টিয়ার মো.
আরো পড়ুন:
আম পাড়া নিয়ে নাটোরে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, গুলি
ঝিনাইদহে ২ পক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়ি ভাঙচুর
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সকালে কাকনের অনুসারীরা কয়েকটি ট্রলার নিয়ে এসে বালুমহাল দখলের চেষ্টা করলে টনি বিশ্বাসের লোকজন বাধা দেয়। এরপরই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
টনি বিশ্বাস বলেন, ‘‘আমি বৈধভাবে ইজারা নিয়ে বালুর খাজনা আদায় করছি। প্রতিপক্ষ কাকনের লোকজন দীর্ঘদিন ধরে এতে বাধা দিয়ে আসছে। আজ সকালে তারা ট্রলার নিয়ে এসে হামলা চালায় ও গুলি ছোঁড়ে। এতে ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন।’’
অভিযোগের বিষয়ে জানতে কাকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘‘পদ্মার বালুমহাল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’’
ঢাকা/শাহীন/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে