বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলার ঘোষণা ম্যাথুসের
Published: 23rd, May 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসর নেবেন অ্যাঞ্জেল ম্যাথুস। জুনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে। তবে টিম ম্যানেজমেন্ট ডাকলে যেকোন মুহূর্তে সাদা বলের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত বলে উল্লেখ করেছেন ডানহাতি পেস অলরাউন্ডার।
বিদায়ী বার্তায় ম্যাথুস লিখেছেন, ‘শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ক্রিকেট খেলা ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ও গর্বের বিষয়। আমি সবটা দিয়ে ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট আমাকে দু’হাত ভরে ফেরত দিয়েছে। আমি আজ যা তা ক্রিকেটের জন্যই।’
শ্রীলঙ্কা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। তাকে দরকার মনে করলে ওই টুর্নামেন্ট খেলতে আগ্রহী বলেও উল্লেখ করেছেন ম্যাথুস, ‘নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, সাদা বলে যেকোন সময় দরকার হলে আমি প্রস্তুত।’ ম্যাথুস অবশ্য প্রায় এক বছর শ্রীলঙ্কার সাদা বলের ক্রিকেটে দলে ডাক পাননি।
২০০৯ সালে অ্যাঞ্জেল ম্যাথুসের টেস্ট অভিষেক হয়। দেশের জার্সিতে ১১৯ টেস্ট খেলেছেন তিনি। ৩৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শ্রীলঙ্কার তৃতীয় সর্বাধিক ৮১৬৭ রান করেছেন। ১৬ সেঞ্চুরি ও ৪৪.
ম্যাথুস ২০১৩-২০১৫ মৌসুমে টেস্ট ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। ৫ ও ৬ নম্বরে ব্যাটিং করে প্রায় ৬০ গড়ে ২৩৭৮ রান করেছেন তিনি। অতো ভালো সময় না কাটলেও ২০২২-২৩ মৌসুমে ভালো ক্রিকেটে খেলেছেন তিনি। ৪ নম্বরে ব্যাটিং করে ৫১.১৫ গড়ে দুই হাজারের বেশি রান করেছেন। তবে টেস্টে তার সর্বশেষ সেঞ্চুরি এসেছে গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে।
ম্যাথুস আগামী মাসে ৩৮ বছরে পা রাখবেন। শ্রীলঙ্কার সামনে অনেকগুলো সিরিজ থাকলেও বাংলাদেশ সিরিজের পরে টেস্টে লম্বা বিরতি। আগামী বছরের জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট আছে লঙ্কানদের। এসব বিবেচনা করেই টেস্ট থেকে সরে গেছেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
কেরানীগঞ্জে ছিনতাইয়ের শিকার জবি শিক্ষার্থী হৃদয়, তিন লাখ টাকার ক্ষতি
ঢাকার কেরানীগঞ্জে ছিনতাইয়ের শিকার হয়েছেন আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুন হৃদয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে বুড়িগঙ্গা সেতু-৩ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছে থাকা দুইটি ক্যামেরা, দুইটি মোবাইলসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনার পরপরই তিনি কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, বুড়িগঙ্গা সেতু-৩ এলাকা সংলগ্ন পথটি দীর্ঘদিন ধরে ছিনতাইপ্রবণ। দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
ছিনতাইয়ের শিকার মুন হৃদয় সমকালকে বলেন, আজ সকালে আমরা কেরানীগঞ্জে একটি কাজে গিয়েছিলাম। কাজ শেষে কেরানীগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত বুড়িগঙ্গা সেতু-৩ দিয়ে ফেরার সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন আমাদের সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই একজন আমার পেটে চাইনিজ কুড়াল ঠেকিয়ে বলে—তোর কাছে যা আছে, সব দে।
ভুক্তভোগী মুন হৃদয় আরও বলেন, ছিনতাইকারীরা আমার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। এছাড়াও আমার সহকর্মী ইমরানের ক্যামেরাটিও নিয়ে যায়। সবমিলিয়ে আমাদের তিন লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। তারা আমাদের একেবারে নিঃস্ব করে দিয়েছে।
প্রসঙ্গত, মুন হৃদয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং একজন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। তার তোলা ছবি ন্যাশনাল জিওগ্রাফিসহ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। তিনি Siena Awards এবং UNESCO Silk Road প্রতিযোগিতায় সম্মাননা অর্জন করেছেন।