বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট খেলার ঘোষণা ম্যাথুসের
Published: 23rd, May 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসর নেবেন অ্যাঞ্জেল ম্যাথুস। জুনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে। তবে টিম ম্যানেজমেন্ট ডাকলে যেকোন মুহূর্তে সাদা বলের ক্রিকেট খেলার জন্য প্রস্তুত বলে উল্লেখ করেছেন ডানহাতি পেস অলরাউন্ডার।
বিদায়ী বার্তায় ম্যাথুস লিখেছেন, ‘শ্রীলঙ্কার হয়ে গত ১৭ বছর ক্রিকেট খেলা ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন ও গর্বের বিষয়। আমি সবটা দিয়ে ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট আমাকে দু’হাত ভরে ফেরত দিয়েছে। আমি আজ যা তা ক্রিকেটের জন্যই।’
শ্রীলঙ্কা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে। তাকে দরকার মনে করলে ওই টুর্নামেন্ট খেলতে আগ্রহী বলেও উল্লেখ করেছেন ম্যাথুস, ‘নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, সাদা বলে যেকোন সময় দরকার হলে আমি প্রস্তুত।’ ম্যাথুস অবশ্য প্রায় এক বছর শ্রীলঙ্কার সাদা বলের ক্রিকেটে দলে ডাক পাননি।
২০০৯ সালে অ্যাঞ্জেল ম্যাথুসের টেস্ট অভিষেক হয়। দেশের জার্সিতে ১১৯ টেস্ট খেলেছেন তিনি। ৩৪ টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শ্রীলঙ্কার তৃতীয় সর্বাধিক ৮১৬৭ রান করেছেন। ১৬ সেঞ্চুরি ও ৪৪.
ম্যাথুস ২০১৩-২০১৫ মৌসুমে টেস্ট ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। ৫ ও ৬ নম্বরে ব্যাটিং করে প্রায় ৬০ গড়ে ২৩৭৮ রান করেছেন তিনি। অতো ভালো সময় না কাটলেও ২০২২-২৩ মৌসুমে ভালো ক্রিকেটে খেলেছেন তিনি। ৪ নম্বরে ব্যাটিং করে ৫১.১৫ গড়ে দুই হাজারের বেশি রান করেছেন। তবে টেস্টে তার সর্বশেষ সেঞ্চুরি এসেছে গত বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে।
ম্যাথুস আগামী মাসে ৩৮ বছরে পা রাখবেন। শ্রীলঙ্কার সামনে অনেকগুলো সিরিজ থাকলেও বাংলাদেশ সিরিজের পরে টেস্টে লম্বা বিরতি। আগামী বছরের জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট আছে লঙ্কানদের। এসব বিবেচনা করেই টেস্ট থেকে সরে গেছেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।