হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সবে প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। সব ঠিক থাকলে ২৩ বছর বয়সী এলিজাবেথই ভবিষ্যতে বেলজিয়ামের রানি হবেন।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করে। পাশাপাশি বর্তমানে এতে ভর্তি থাকা বিদেশি শিক্ষার্থীদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্রে তাঁদের বৈধভাবে অবস্থানের অনুমতি বাতিল করা হতে পারে। অন্যান্য মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বেলজিয়াম রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভানদুরনে বলেন, ‘রাজকুমারী এলিজাবেথ সবে প্রথম বর্ষ শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রভাব আগামী দিন বা সপ্তাহগুলোতে আরও স্পষ্ট হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

বেলজিয়াম রাজপ্রাসাদের যোগাযোগ পরিচালক হাভিয়ার বেয়ার্ট বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষায় আছি। আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।’

রাজকুমারী এলিজাবেথ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসি নিয়ে মাস্টার্স করছেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের তথ্যমতে, হার্ভার্ডে পাবলিক পলিসি নিয়ে মাস্টার্স দুই বছর মেয়াদি কোর্স। এটি শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং জনসেবায় সফল কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলে।

এলিজাবেথ বেলজিয়ামের সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী। তিনি রাজা ফিলিপ ও রানি ম্যাথিলদের চার সন্তানের মধ্যে বড়। হার্ভার্ডে পড়ার আগে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন১৭ ঘণ্টা আগে

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অবৈধ এবং প্রতিহিংসামূলক, যা হাজারো শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল জ ব থ ভর ত র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ