হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সবে প্রথম বর্ষের পড়াশোনা শেষ করেছেন বেলজিয়ামের রাজকুমারী এলিজাবেথ। যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তাঁর পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। সব ঠিক থাকলে ২৩ বছর বয়সী এলিজাবেথই ভবিষ্যতে বেলজিয়ামের রানি হবেন।

গতকাল বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বাতিল করে। পাশাপাশি বর্তমানে এতে ভর্তি থাকা বিদেশি শিক্ষার্থীদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্রে তাঁদের বৈধভাবে অবস্থানের অনুমতি বাতিল করা হতে পারে। অন্যান্য মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানেও বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন।

বেলজিয়াম রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভানদুরনে বলেন, ‘রাজকুমারী এলিজাবেথ সবে প্রথম বর্ষ শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের প্রভাব আগামী দিন বা সপ্তাহগুলোতে আরও স্পষ্ট হবে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

বেলজিয়াম রাজপ্রাসাদের যোগাযোগ পরিচালক হাভিয়ার বেয়ার্ট বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষায় আছি। আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে অনেক কিছুই ঘটতে পারে।’

রাজকুমারী এলিজাবেথ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাবলিক পলিসি নিয়ে মাস্টার্স করছেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের তথ্যমতে, হার্ভার্ডে পাবলিক পলিসি নিয়ে মাস্টার্স দুই বছর মেয়াদি কোর্স। এটি শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং জনসেবায় সফল কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা গড়ে তোলে।

এলিজাবেথ বেলজিয়ামের সিংহাসনের সম্ভাব্য উত্তরাধিকারী। তিনি রাজা ফিলিপ ও রানি ম্যাথিলদের চার সন্তানের মধ্যে বড়। হার্ভার্ডে পড়ার আগে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন১৭ ঘণ্টা আগে

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ওপর ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অবৈধ এবং প্রতিহিংসামূলক, যা হাজারো শিক্ষার্থীর ওপর প্রভাব ফেলবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এল জ ব থ ভর ত র

এছাড়াও পড়ুন:

আফতাবনগরে দগ্ধ শিশু মিথিলাও মারা গেছে

রাজধানীর আফতাবনগরের বাসায় ‘গ্যাসের আগুনে’ দগ্ধ শিশু মিথিলা (৮) মারা গেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের চারজনেরই মৃত্যু হলো।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, শরীরের ৬০ শতাংশ ও শ্বাসনালী পুড়ে যাওয়ায় শুরু থেকেই মিথিলা সঙ্কটাপন্ন অবস্থায় ছিল। তাকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানেই মৃত্যু হয় তার। পরিবারটির আরেক সদস্য তানিশা (১১) এখনও চিকিৎসাধীন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাকেও শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

এর আগে ওই ঘটনায় দগ্ধ মিথিলার বাবা তোফাজ্জল হোসেন, মা মানসুরা ও ছোট বোন তানজিলা মারা যায়।

গত ১৬ মে রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন।

সম্পর্কিত নিবন্ধ