ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
Published: 25th, May 2025 GMT
ফতুল্লায় লাকী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) কে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ। গ্রেপ্তার শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জালাল ভান্ডারীর ছেলে।
রবিবার (২৫ মে) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো.
সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ১৯ মে বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ ফজলু মিয়ার বাড়িতে পারিবারিক কলহের জেরে শিপন তার স্ত্রী লাকী আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের ভেততে রেখে তালা লাগিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গত ২৪ মে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
পিবিআই আরো জানায়, মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শিপনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।
ওই গৃহবধূকে শিপন পরিকল্পিতভাবে হত্যা করেছেন মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য প ব আই ন র য়ণগঞ জ প ব আই
এছাড়াও পড়ুন:
নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
বক্তব্যে মোঃ আল মুজাহিদ মল্লিক বলেন,“দেশে আজ নারী নিরাপত্তা ও মর্যাদা চরমভাবে হুমকির মুখে। বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা রক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করা হবে। তারেক রহমানের ৩১ দফা রূপরেখায় নারীর ক্ষমতায়ন একটি অগ্রাধিকারভিত্তিক প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
সভাপতির বক্তব্যে সালমা আক্তার বলেন, “নারীরা সমাজ ও রাষ্ট্র গঠনের অগ্রভাগে থাকবে—এটাই বিএনপির অঙ্গীকার। নারী সমাজকে সংগঠিত ও সচেতন করে তুলতে মহিলাদল মাঠে কাজ করে যাচ্ছে।”
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেত্রীবৃন্দসহ স্থানীয় নারী কর্মীরা উপস্থিত ছিলেন।