ফতুল্লায় লাকী আক্তার (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) কে  গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ। গ্রেপ্তার শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০) ফতুল্লার ইদ্রাকপুর এলাকার জালাল ভান্ডারীর ছেলে।

রবিবার (২৫ মে) সকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো.

মোস্তফা কামাল রাশেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে শনিবার (২৪ মে) রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, গত ১৯ মে বিকেলে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ ফজলু মিয়ার বাড়িতে পারিবারিক কলহের জেরে শিপন তার স্ত্রী লাকী আক্তারকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন এবং শ্বাসরোধে হত্যা করে মরদেহ ঘরের ভেততে রেখে তালা লাগিয়ে পালিয়ে যান। এ ঘটনায় গত ২৪ মে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

পিবিআই আরো জানায়, মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি শিপনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই।

ওই গৃহবধূকে শিপন পরিকল্পিতভাবে হত্যা করেছেন মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানানো হয়।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য প ব আই ন র য়ণগঞ জ প ব আই

এছাড়াও পড়ুন:

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ৪ জন

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের চারজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তারা হলেন- সোনারগাঁয়ের তুহিন মাহমুদ সিনিয়র যুগ্ম  আহ্বায়ক, রূপগঞ্জের ইয়াছিন আরাফাত সিনিয়র সংগঠক, ছাত্রনেতা নিরব রায়হান ও রূপগঞ্জের সাইফুল ইসলাম রোমান সংগঠক।

জুলাই বিপ্লবে নারায়ণগঞ্জে নেতৃত্ব দানকারী কবি নিরব রায়হানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার জন্য এটি একটি চ্যালেঞ্জ কারণ এটিই আমার প্রথম কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত হওয়া। বলতে পারি, আমার রাজনীতির সূচনা হলো এখান থেকেই।

 জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে৷ আমরা একটি মুক্ত স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি৷ সেই স্বপ্ন বাস্তবায়ন করতে ভূমিকা রাখতে পারে আমাদের মতো যুবকরাই৷ 

আমরা নারায়ণগঞ্জ থেকে দায়িত্বপ্রাপ্ত চারজনের মধ্যে আগে থেকেই বোঝাপড়া ভালো থাকায় আশা রাখছি আমরা নারায়ণগঞ্জের তরুণ যুবাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাবো৷ আমরা পূর্বে যেমন যে যার জায়গা থেকে নিষ্ঠার সাথে আমাদের দায়িত্ব পালন করেছি, আগামীতেও আমাদের উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালন করে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ১৬ মে শুক্রবার গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ হয়। জমকালো আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ পায় সংগঠনটির। 

অ্যাডভোকেট মো: তারিকুল ইসলামকে নবগঠিত সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব করে ১৩৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি ও কার্যকর সংস্কারের দাবিতে শিক্ষা সংলাপ
  • ২ দিনের রিমান্ডে সাবেক মেয়র আইভী  
  • নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
  • সিদ্ধিরগঞ্জে ডিএনডি ক্যানেল থেকে নারীর মরদেহ উদ্ধার
  • নারায়ণগঞ্জ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা
  • “শিক্ষার সার্বিক মানোন্নয়ন: শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টিতে করণীয়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠি মিছিল
  • জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের ৪ জন