ইইউ পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প
Published: 26th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ৯ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। ট্রাম্প জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনের সঙ্গে ইতিবাচক ফোনালাপের পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ ঘটনার মধ্য দিয়ে ট্রাম্প আরেকবার বাজারকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিলেন। শুক্রবার তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ১ জুন থেকেই ৫০ শতাংশ শুল্ক আরোপিত হবে। কিন্তু শেষমেশ তিনি আবারও সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন। এভাবে সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে আবার ফিরে আসার নজির তিনি আগেও স্থাপন করেছেন।
রোববার নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ভন ডার লেন বলেন, তিনি এখন গুরুতর আলোচনায় বসতে চান। তিনি অনুরোধ করেন ১ জুনের পরিবর্তে ৯ জুলাই পর্যন্ত সময় দেওয়া হোক। আমি তাতে রাজি হয়েছি।’
এর আগে এপ্রিল মাসেও ট্রাম্প ইইউর পণ্যে ২০ শতাংশ প্রতিশোধমূলক শুল্কের ঘোষণা দিলেও তা কার্যকর করেননি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আলোচনা দ্রুত শুরু হবে।’ অন্যদিকে ভন ডার লেন এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। ইউরোপ প্রস্তুত; আমরা দ্রুতই দৃঢ়তার সঙ্গে আলোচনায় বসতে চাই। ভালো চুক্তি করতে হলে আমাদের ৯ জুলাই পর্যন্ত সময় লাগবে।’
এ ঘোষণার পর সোমবার এশিয়ার পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যায়। জাপানের নিক্কেই ২২৫ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে। চীনের সাংহাই সূচক বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। তবে হংকংয়ের হ্যাংসেং সূচক শূন্য দশমিক ৩ শতাংশ কমে গেছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান বাণিজ্য বাধা ও নিজেদের বাণিজ্যঘাটতি নিয়ে আপত্তি জানিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যঘাটতি ছিল ২৩৬ বিলিয়ন বা ২৩ হাজার ৬০০ কোটি ডলার।
সম্প্রতি দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বস্ত্রশিল্প যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার প্রয়োজন নেই। ট্রাম্প তাঁর সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমরা আর জুতা বা টি-শার্ট বানাতে চাই না, আমরা সামরিক সরঞ্জাম ও বড় বড় পণ্য বানাতে চাই। কম্পিউটার দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাজ করতে চাই।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ন য দশম ক ইউর প য়
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন