সুচিত্রার রহস্যময় ভক্ত, স্মৃতিচারণ করলেন কন্যা মুনমুন
Published: 28th, May 2025 GMT
শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। প্রিয় তারকাকে দেখার জন্য নানা বয়সের ভক্ত নানা ধরনের পাগলামি করেছেন। শাহরুখ খান, সালমান খানের বাড়িতে জোর করে বা লুকিয়েও প্রবেশ করে আলোচনার জন্ম দিয়েছেন কেউ কেউ!
বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেন দীর্ঘ সময় অন্তঃপুরবাসিনী ছিলেন। তার অজস্র ভক্ত ছিল। কিন্তু কোনো ভক্ত কি শাহরুখ-সালমানের ভক্তের মতো অঘটন ঘটিয়েছিলেন? এ প্রশ্নের জবাব দিয়েছেন সুচিত্রাকন্যা মুনমুন সেন।
এ অভিনেত্রী বলেন, “আমার মায়ের সঙ্গে কেউ এরকম অভদ্রতা করেননি।” তবে একটি ঘটনা বর্ণনা করে মুনমুন সেন বলেন, “একটি মেয়ে ছিলেন। তিনি প্রত্যেক বছর নিয়ম করে মায়ের জন্মদিনে বাড়ির গেটের বাইরে একরাশ ফুল রেখে যেতেন। কখনো বাড়ির অন্দরে পা রাখার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেননি!”
আরো পড়ুন:
মুকুল দেবের সংসার কেন ভেঙেছিল?
‘আমি আর প্রসেনজিৎ যখন পর্দায় থাকি, তখন সবকিছু ভুলে যাই’
নারী ভক্তটিকে বাড়িতে ডেকেছিলেন মুনমুন। কিন্তু তিনি আসতেন না। তা জানিয়ে মুনমুন সেন বলেন, “তার ভদ্রতাবোধ দেখে অবাক হতাম। আমি তাকে অনেকবার ভিতরে ডেকেছি। কিন্তু পা রাখেননি। মায়ের (সুচিত্রা) শান্তি ভঙ্গ করেননি। এমনকি নিজের নাম পর্যন্ত জানাননি। কেবল ফুল দিয়েই খুশি থাকতেন। যাকে নীরব ভক্ত বলেন।”
সুচিত্রা সেনের মৃত্যুর পর বাড়িতে পূজা হচ্ছে। সেবারও ওই অচেনা নারী ফুল নিয়ে বাড়ির গেটে দাঁড়িয়েছিলেন। সেদিন মুনমুনের অনুরোধ ফেরাননি। সেন পরিবারের অন্দরমহলে পা রেখেছিলেন। তবে ওই প্রথম, ওই শেষ বলেও জানান মুনমুন সেন।
মুনমুন সেন বলেন, “প্রকৃত ভক্ত কখনো তার প্রিয় অভিনেতা বা অভিনেত্রীর বিরক্তির কারণ হন না। দূর থেকে নীরবে শ্রদ্ধা জানিয়েই খুশি থাকেন।”
১৯৩১ সালের ৬ এপ্রিল, বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন। তার বাবা-মায়র নাম করুণাময় ও ইন্দিরা দাশগুপ্ত। তারা মেয়ের নাম রাখেন কৃষ্ণা। কৃষ্ণার পিতামহ জগবন্ধু দাশগুপ্ত সাধ করে ‘রমা’ নাম রাখেন। কিন্তু কে জানত পাবনায় বেড়ে ওঠা সেই রমা দাশগুপ্ত একদিন সুচিত্রা সেন নামে এপার-ওপার বাংলা দাপিয়ে বেড়াবেন! পরবর্তীতে পরিবারের সঙ্গে কলকাতায় পাড়ি জমান।
ক্যারিয়ারের এক পর্যায়ে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর স্বেচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা সেন। ২০১৪ সালের ১৭ জানুয়ারি সকাল ৮টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই অভিনেত্রী। তবে আজও বাঙালির মনে চির অমলিন সুচিত্রা সেনের হাসি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
শুঁটকিপল্লির ব্যস্ত সময়
২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে