ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
Published: 28th, May 2025 GMT
সিরাজগঞ্জ-নলঙ্গা আঞ্চলিক সড়কে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে সিরাজগেঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার নলকা ইউনিয়নের সেনগাঁতি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম (২৩), আব্দুল হাইয়ের ছেলে গাফফার হোসেন (২৪)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
আরো পড়ুন:
ময়মনসিংহে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ৩
নাটোরে দু’ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪
কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, ভদ্রঘাট বাজারের চাড়া বটতলায় মুরগি বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
ঢাকা/অদিত্য/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত ম টরস
এছাড়াও পড়ুন:
বাজুসের নতুন সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য আবাসন ব্যবসায়ী,ব্যাংক, বিমা, শিপিং সহ নানা সংগঠনের নেতৃত্ব দেওয়া, জেসিএক্স ডেভেলপমেন্ট এর এমডি,জেসিএক্স হসপিটালিটির পরিচালক, জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড এর স্বত্ত্বাধিকারী, বেঙ্গল ইসলামি লাইফের পরিচালক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর বাজুস কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাজুস নির্বাচন পরিচালনা পর্ষদ জানায়, মোট ৩৫ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে বাজুসের আগামী দুই মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠিত হলো। নির্বাচিত কমিটি ২০২৫-২০২৭ মেয়াদে সংগঠনের নেতৃত্বে দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
মো. ইকবাল হোসেন চৌধুরী আবাসন খাত নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তিনি বর্তমানে এর মূল্য বৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক যুদ্ধাবস্থায় দিশেহারা ব্যবসায়ীদের কথা নিয়েও সোচ্চার থাকেন।
তিনি আবাসন খাতের একজন অভিজ্ঞ উদ্যোক্তা, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক এবং সার্ক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান সদস্য। মনে করা হচ্ছে বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ঢাকা/এসবি