সিরাজগঞ্জ-নলঙ্গা আঞ্চলিক সড়কে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে সিরাজগেঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার নলকা ইউনিয়নের সেনগাঁতি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল ইসলাম (২৩), আব্দুল হাইয়ের ছেলে গাফফার হোসেন (২৪)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

ময়মনসিংহে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত ৩

নাটোরে দু’ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ জানান, ভদ্রঘাট বাজারের  চাড়া বটতলায় মুরগি বোঝাই একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

ঢাকা/অদিত্য/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত ম টরস

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ