ঢাবিতে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টে প্রফেশনাল মাস্টার্স করার সুযোগ
Published: 29th, May 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামের সপ্তম ব্যাচে ২০২৫-২৬ সেশনে (জুলাই-ডিসেম্বর ২০২৫ সেমিস্টার) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ক্লাস অনুষ্ঠিত হবে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার।
কোর্সের মেয়াদ—প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ হবে মোট ১৮ মাস। প্রোগ্রামটি ৬ মাস করে ৩টি সেমিস্টারে হবে। প্রতি সেমিস্টার শেষে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষাগত যোগ্যতা—যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। সনাতন পদ্ধতির ক্ষেত্রে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি এবং গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ২.
আবেদনপত্র সংগ্রহ করা যাবে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ বা বিভাগের ওয়েবসাইট থেকে। প্রমাণ সাইজের কাগজে প্রিন্ট করা ফরম যথাযথভাবে পূরণ করে সব পরীক্ষার মার্কশিটের সত্যায়িত ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। সঠিকভাবে পূরণ করে আবেদন ফরম ও নগদ ১ হাজার ৫০০ টাকা ফি জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পরীক্ষার সময় ও বিষয়—ভর্তি পরীক্ষায় ৫০ নম্বরের লিখিত ও ১০ নম্বরের মৌখিক হবে। পরীক্ষায় প্রশ্নের ধরন হবে: MCQ ও রচনামূলক। পরীক্ষায় বিষয়: বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান। পরীক্ষায় সময়: এক ঘণ্টা।
ভর্তি পরীক্ষার বিস্তারিত—আবেদনের শেষ তারিখ: ৪ জুলাই ২০২৫।
ভর্তি পরীক্ষার তারিখ: ৫ জুলাই ২০২৫ (শনিবার)। পরীক্ষা হবে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে।
লিখিত পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৪টা। মৌখিক পরীক্ষার সময়: বিকেল ৪টা ৩০ মিনিট থেকে।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ রন থ গ র পর ক ষ র পর ক ষ য়
এছাড়াও পড়ুন:
জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ কমিটিতে সম্প্রতি ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ অনুমোদিত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী বছরের জানুয়ারি মাস থেকে এই বিশেষ বৃত্তি পেতে শুরু করবেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আরো পড়ুন:
গকসু নির্বাচন: জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
টানা ৩০ ঘণ্টা অনশনে তিন জবি শিক্ষার্থী অসুস্থ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন আহ্বান করা হবে। অক্টোবরের মধ্যেই বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বৃত্তির প্রথম কিস্তি জানুয়ারি ২০২৬ সালের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তবে এই বৃত্তির কার্যকারিতা জুলাই ২০২৫ থেকে শুরু হবে এবং ওই সময় থেকে হিসাব করে অর্থ প্রদান করা হবে (এরিয়ার সহ)।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যান্টিনে খাবারের মান উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। অচিরেই ক্যান্টিনে এর দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা যাবে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে, যাতে এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হতে পারে।
ঢাকা/লিমন/মেহেদী