সকাল থেকেই কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনো তা বেড়েছে আরও। বৃষ্টির কারণে মাঠের লড়াইয়ে নামতে না পেরে হতাশার সময় কেটেছে পুলিশ লাইনস স্কুল ও কুমিল্লা মর্ডান হাইস্কুলের শিক্ষার্থীদের। যদিও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজ প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনালে তাদের মাঠে না নামতে পারার এই মন খারাপ কিছুটা হয়তো কমেছে তাসকিন আহমেদকে কাছে পেয়ে।

জাতীয় দলের এই তারকা পেসারের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটা ফ্রেমবন্দী করে রেখেছে তারা। কাছ থেকে তাসকিনকে দেখতে পাওয়ার উচ্ছ্বাসও ছিল চোখেমুখে। স্কুল ক্রিকেটের ফাইনাল দেখতে গিয়ে স্মৃতিকাতর হয়েছেন তাসকিনও।

স্কুলের দিনগুলোতে ফিরে গিয়ে এই পেসার বলেছেন, ‘স্কুল ক্রিকেট ছোটবেলায় আমরাও খেলেছি। এটা একটা আবেগের জায়গা। যে যার স্কুল নিয়ে সারা বাংলাদেশের কথা চিন্তা করে। চ্যাম্পিয়ন করতে চায়।’

আরও পড়ুনবাংলাদেশ-পাকিস্তান সিরিজে ডিআরএস কেন নেই, কারণ কি জয় শাহ২ ঘণ্টা আগে

বৃষ্টির কারণে শেষ পর্যন্ত আর মাঠেই গড়াতে পারেনি স্কুল ক্রিকেটের ফাইনাল। টসে শিরোপা–ভাগ্য নির্ধারিত হয়—চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা মর্ডান হাইস্কুল। ফাইনাল খেলতে না পারায় যে ক্রিকেটারদের হতাশা আছে, তা বুঝতে পারছেন তাসকিনও।

স্কুলপড়ুয়া খুদে এই ক্রিকেটারদের জন্য কিছু পরামর্শও দিয়ে গেছেন তিনি, ‘ওদের বললাম যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ এবং কীভাবে ডিসিপ্লিন বা ডেডিকেশন নিয়ে ওপরে যেতে হয়। আমিও একটা সময় ওদের মতো ছিলাম। আবাহনী মাঠে অনুশীলন করতাম। আস্তে আস্তে বেড়ে উঠেছি। মজার জায়গা। ওদের এখনই সময় এই যাত্রাটা উপভোগ করে আস্তে আস্তে জাতীয় দলের দিকে যাওয়ার। এটা অনেক বড় একটা জায়গা নিজের সামর্থ্য দেখানোর।’

চ্যাম্পিয়ন কুমিল্লা মডার্ন হাই স্কুলের ট্রফি নিয়ে উদ্‌যাপন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ক ল ক র ক ট র ফ ইন ল

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ