বিচ্ছেদের গুঞ্জন: আলাদা বাড়িতে থাকছেন যশ-নুসরাত!
Published: 30th, May 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান। ব্যক্তিগত জীবনে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে সংসার বেঁধেছেন।
গত ২১ মে গুঞ্জন উঠে, ভেঙে যাচ্ছে নুসরাত-যশের সংসার। তৎক্ষণাৎ এ গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন যশ। কিছু সময়ের জন্য এ আলোচনা বন্ধ হলেও তা স্থায়ী হয়নি। নানা ডালাপালা গজিয়েছে। এবার খবর উড়ছে, আলাদা বাড়িতে বসবাস করছেন যশ-নুসরাত।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গত ডিসেম্বর থেকে এক বাড়িতে থাকছেন না যশ-নুসরাত। কাজের জন্য একসঙ্গে সময় কাটান তারা। বাকি সময় আলাদা আলাদাই থাকেন। নায়কের প্রাক্তনকে কেন্দ্র করে যত সমস্যার সূত্রপাত। সেখান থেকে তাদের মাঝে অশান্তির শুরু। যশ তার পুরোনো বাড়িতে ফিরেছেন। আর নুসরাত থাকছেন তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে।
আরো পড়ুন:
টি-বয় থেকে ২৮০ কোটি টাকা পারিশ্রমিক নেওয়া অভিনেতা যশ
আমার স্ত্রী কখনো জানতে চায়নি কত টাকা আয় করি: যশ
এ তারকা দম্পতির ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমটিকে বলেন, “কোনো কিছুই রটনা নয়। মুম্বাইয়ে থাকাকালীন যশের পিছনে নাকি গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত। সেখান থেকেই সব সন্দেহের শুরু। একসঙ্গে থাকার জন্য নায়িকা বেশ কিছু শর্ত দিয়েছেন। কিন্তু তা মানতে নারাজ যশ।”
আলাদা থাকার চর্চা টলিউডে জোরালো হলেও ‘স্পিকটি নট’ যশ-নুসরাত। এ বিষয়ে কথা বলতে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া মেলেনি বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
যশ-নুসরাত দুইজনেরই আগে আরেকটি সংসার ছিল। সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই যশের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নুসরাত। ২০২১ সালে পুত্রসন্তানের মা হন তিনি। এরপর সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠে, প্রচন্ড সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমির খানের বাসায় একসঙ্গে ২৫ পুলিশ কর্মকর্তা, উঠছে নানা প্রশ্ন
রোববার, ২৭ জুলাই সন্ধ্যায় বলিউড তারকা আমির খানের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত বাসায় একসঙ্গে হাজির হন প্রায় ২৫ জন আইপিএস কর্মকর্তা। তাঁদের প্রবেশের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। হঠাৎ পুলিশের এই দলবদ্ধ উপস্থিতি ঘিরে তৈরি হয় নানা জল্পনা—কেন এমন ঘটনা ঘটল? কোনো নতুন বিতর্কে জড়ালেন কি ‘মিস্টার পারফেকশনিস্ট’?
প্রথমে আমির খান বা তাঁর টিম এ বিষয়ে মুখ না খুললেও পরে ভারতীয় বিনোদনমাধ্যম ফিল্মবিট-এ দেওয়া এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করা হয়। সেখানে জানানো হয়, হায়দরাবাদের সরদার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত একদল আইপিএস কর্মকর্তা মুম্বাই সফরে ছিলেন। সফরের অংশ হিসেবেই তাঁরা আমির খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। সেই অনুরোধে সাড়া দিয়ে অভিনেতা নিজেই তাঁদের বাসায় আমন্ত্রণ জানান।
আমিরের পক্ষ থেকে আরও জানানো হয়, এ সফরের পেছনে কোনো গোপন কারণ নেই। সামাজিক পরিবর্তনে চলচ্চিত্রের প্রভাব এবং সেই বিষয়ে তাঁর অভিজ্ঞতা জানতেই এই সাক্ষাৎকারের আয়োজন।
‘সিতারে জমিন পর’ সিনেমায় আমির খান। এক্স থেকে