বিস্ময় বালক সূর্যবংশীর সঙ্গে মোদির সাক্ষাৎ
Published: 30th, May 2025 GMT
ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর সঙ্গে দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের সফরে সূর্যবংশীর রাজ্য বিহারে গেছেন মোদি। আজ বিহারের রাজধানী পাটনার জয় প্রকাশ নারায়ণ বিমানবন্দরে সূর্যবংশী ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় তাঁরা প্রধানমন্ত্রীকে নিজেদের রাজ্যে স্বাগত জানান এবং কুশল বিনিময়ের পর কিছুক্ষণ কথা বলেন।
১৪ বছর বয়সী সূর্যবংশী ও তাঁর মা–বাবার সঙ্গে দেখা করার বিষয়টি মোদি নিজেই জানিয়েছেন। আজ দুপুরে সূর্যবংশী পরিবারের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মোদি লিখেছেন, ‘পাটনা বিমানবন্দরে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী এবং তার পরিবারের সঙ্গে দেখা হলো। তার ক্রিকেটীয় দক্ষতা সারা দেশে প্রশংসিত হচ্ছে! ভবিষ্যতের জন্য তাকে আমার শুভেচ্ছা।’
বিমানবন্দরে সূর্যবংশীর বাবা–মায়ের সঙ্গে কুশল বিনিময় করেন নরেন্দ্র মোদি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা