বিসিবি সভাপতি হওয়ার প্রস্তাব কখন কীভাবে পেয়েছেন, জানালেন আমিনুল
Published: 30th, May 2025 GMT
তাঁকে ঘিরে আগ্রহটা ছিল অনেকেরই। আইসিসিতে কাজ করেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কেন যুক্ত হন না? এমন প্রশ্ন শত শতবার শুনেছেন, তা সংবাদ সম্মেলনে এসে জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলামও। ওই উত্তর দিতেই এবার চলে এসেছেন বলে সংবাদ সম্মেলনের শুরুতেই বলেছেন তিনি।
এরপর জানিয়েছেন কীভাবে তিনি সভাপতি হলেন, তা–ও। গত মাসের শেষ দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছ থেকে একটি ফোন পান আমিনুল। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা আছে কি না, জানতে চাওয়া হয় তাঁর কাছে। তখনো তাঁকে নির্দিষ্ট কোনো দায়িত্বের জন্য বলা হয়নি।
তবে ওই ফোন পেয়েই বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি, ‘আমাকে বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কী সুযোগ গ্রহণ করবেন? আমি যে আপনাদের এত প্রমিস করতাম বা আমি অপেক্ষা করতাম একটা ডাকের জন্য। যখন এই ডাক পেয়েছি, তখন আর পেছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল, কীভাবে এই ডাকটাকে সম্মান করতে পারি।’
বিসিবি সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম, পাশে বোর্ড পরিচালকেরা।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম ন ল
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে