দক্ষিণ আফ্রিকার ডানহাতি ব্যাটার ও উইকেটকিপার হেনরিখ ক্লাসেন আন্তর্জাতিক ক্রিকেটের শেষ পৃষ্ঠাটি নিজ হাতে লিখে রাখলেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নিজেকে আরও বেশি সময় ও শক্তি দিতে চেয়ে, জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না এই আক্রমণাত্মক ব্যাটারকে।

৩৩ বছর বয়সী ক্লাসেন চলতি বছরের শুরুতেই টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার ওয়ানডে ও টি-টোয়েন্টিকেও বিদায় জানালেন। তার এই ঘোষণার পর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার গুঞ্জন যেন বাস্তব রূপ নিলো।

বিদায়বার্তায় ক্লাসেন জানালেন, “দেশের হয়ে খেলা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ গর্ব। তবে নিজে এবং পরিবারের ভবিষ্যৎ বিবেচনায় যা সঠিক, আমি সে পথেই হাঁটছি। সিদ্ধান্তটা কঠিন ছিল, কিন্তু এতে আমি পুরোপুরি শান্তি খুঁজে পেয়েছি।”

আরো পড়ুন:

ওয়ানডে থেকে অবসর ঘোষণা ম্যাক্সওয়েলের

পাকিস্তানের বাংলাদেশে আসার দিনক্ষণ চূড়ান্ত

যদিও জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন, তবে ব্যাট গুটিয়ে ফেলেননি। বরং আরও জমজমাট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চে নিজেকে উজাড় করে দিতে চান ক্লাসেন। ইতোমধ্যেই তিনি আইপিএলের সানরাইজার্স হায়দরাবাদ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সিয়াটল অর্কাস এবং ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে মাঠ মাতিয়েছেন।

সাদা বলের ক্রিকেটেই ছিল তার প্রতিভার প্রকৃত বিকাশ। ওয়ানডে ফরম্যাটে ৬০ ম্যাচে ২,১৪১ রান, ৪টি সেঞ্চুরি এবং ১৩টি হাফসেঞ্চুরি—এই পরিসংখ্যান প্রমাণ করে, তিনি ছিলেন দলের নির্ভরতার প্রতীক। টি-টোয়েন্টিতে করেছেন ১,০০০ রান, যেখানে প্রতিটি ইনিংসেই থাকত ক্লাসেনীয় আগ্রাসনের ছাপ।

ক্যারিয়ারে মাত্র চারটি টেস্ট খেলা এই ব্যাটার বুঝেছিলেন নিজের সীমাবদ্ধতা এবং সম্ভাবনার জায়গা। তাই নিজেকে প্রস্তুত করেছেন সেই মঞ্চের জন্য, যেখানে দ্রুততা, ধ্বংসাত্মক ব্যাটিং এবং চোখধাঁধানো গ্লাভস ওয়ার্কই চাহিদার কেন্দ্রবিন্দু।

ক্লাসেনের আন্তর্জাতিক অবসর হয়তো এক প্রজন্মের সমাপ্তি—তবে ফ্র্যাঞ্চাইজির ব্যাটে ভর দিয়েই শুরু হচ্ছে তার দ্বিতীয় ইনিংস। যেখানে তিনি শুধুই একজন ক্রিকেটার নন, বরং একজন পেশাদার পারফরমার।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ র য ঞ চ ইজ

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি

কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে ভারতীয় তারকা দম্পতি মাহি ভিজ ও জয় ভানুশালির ১৪ বছরের সংসার। এ খবর চাউর হওয়ার পরও নীরব ছিলেন এই দম্পতি। এর কিছুদিন পর খবর রটে, বিবাহবিচ্ছেদের পর ভরণপোষণের জন্য ৫ কোটি রুপি খোরপোষ দাবি করেছেন। এ নিয়ে শোবিজ অঙ্গনে যেমন জোর চর্চা চলছে, তেমনি সোশ্যাল মিডিয়াও সয়লাব। ফলে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মাহি ভিজ।    

এ পরিস্থিতিতে নীরবতা ভেঙেছেন ‘বালিকা বধু’খ্যাত মাহি ভিজি। একটি ভিডিও বার্তায় এই অভিনেত্রী বলেন, “আমি কোথাও পড়েছি, আমি নাকি ডিভোর্স পেপারে সই করেছি, এখন আমাকে সেই কাগজ দেখান। আমরা যতক্ষণ না নিজেরা কিছু বলছি, ততক্ষণ আপনারা আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার কোনো অধিকার রাখেন না। আমি জানি, আমরা পাবলিক ফিগার। কিন্তু আমরা যা বলতে চাই, শুধু সেটাই বলব। বাড়িতে আমার অসুস্থ মা আর তিনটি সন্তান আছে। যার মধ্যে দুইজন এখন সবকিছু বোঝে। এমনকি, খুশি (কন্যা) আমাকে মেসেজ করে বলেছে, ‘মা, এসব কী হচ্ছে! ওরা কেন আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলাচ্ছে?’ এসব নিয়ে বাচ্চারা স্কুলেও প্রশ্নের মুখে পড়ছে।” 

আরো পড়ুন:

হাসপাতালে ধর্মেন্দ্র

মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ভিড়

খোরপোষের বিষয়ে ক্ষুব্ধ মাহি ভিজ বলেন, “আমাদের বাঁচতে দিন। আমরা তারকা বলেই সবকিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিতে হবে, এমন নয়। কেউ লিখেছে, ‘আমি নাকি ৫ কোটি রুপি খোরপোষ চেয়েছি।’ আমি বা জয় কি এটা বলেছি? যখন প্রমাণ হাতে পাবেন, তখন কথা বলবেন। আমি তো ঠিকমতো জানিই না খোরপোষ কী!”  

খানিকটা ব্যাখ্যা করে খোরপোষের বিষয়ে মাহি ভিজ বলেন, “আমার মতে, যদি একজন পুরুষ নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে, তবে বিচ্ছেদের পর সেই অর্থে স্ত্রীর কোনো অধিকার নেই। খোরপোষ তখনই যুক্তিযুক্ত, যখন কোনো নারী সারাজীবন গৃহবধূ হিসেবে থেকেছেন এবং কখনো কাজ করেননি। কোনো নারী যদি কাজ করতে পারেন, তবে নিজেরই উপার্জন করা উচিত।” 

স্বামীর প্রশংসা করে মাহি ভিজ বলেন, “এ বিষয়ে আমার মুখ থেকে না শোনা পর্যন্ত কোনো কিছু বিশ্বাস করবেন না। আমাদের, আমাদের সন্তানদের ও বাবা-মায়ের গোপনীয়তাকে সম্মান করুন। অনুরোধ করছি, আমাদের একা থাকতে দিন। যদি মনে করি কিছু জানাতে হবে, আমরা নিজেরাই বলব। জয় আমার পরিবার, সে সবসময় আমার পরিবারই থাকবে। সে আমার সন্তানের জন্য দারুণ বাবা এবং একজন অসাধারণ মানুষ।” 

২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি ভিজ ও জয় ভানুশালি। খুব ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। এ দম্পতির ‘তারা’ নামে একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে রাজবীর ও খুশি নামে দুই সন্তান দত্তক নেন এই দম্পতি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • আপিল বিভাগের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন নেপালের প্রধান বিচারপতি
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • তত্ত্বাবধায়ক সরকারযুক্ত সংবিধানই জনগণ চায়
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
  • টি-টোয়েন্টি থেকে উইলিয়ামসনের অবসরের ঘোষণা
  • ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন মুজিবুর রহমান