‘পুষ্পা টু’ সিনেমার আইটেম কন্যা শ্রীলীলার পরনে চমৎকার একটি শাড়ি। দেখে মনে হচ্ছে, কনে। আরেকটি ছবিতে উচ্ছ্বসিত শ্রীলীলা। তার চিবুকে একজন হলুদ মাখিয়ে দিচ্ছেন। সিঁথিতে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে। আরো একাধিক ছবিতে দেখা যায়, শাড়িতে সেজেছেন শ্রীলীলা। তার চোখে-মুখে বাঁধভাঙা হাসি। গলায় ভারী গহনা, মাথায় টিকলি।

কয়েক দিন আগে শ্রীলীলা তার ইনস্টাগ্রাম স্টোরিতে এসব ছবি শেয়ার করেন। তারপর শ্রীলীলার বিয়ের চর্চা শুরু হয়। ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের দাবি— হঠাৎ বিয়ে করতে যাচ্ছেন শ্রীলীলা। এসব ছবি তার গোপন বাগদান ও গায়েহলুদ অনুষ্ঠানের। সত্যি কী বিয়ে করছেন শ্রীলীলা? 

তেলেগুভিত্তিক গণমাধ্যম গ্রেটঅন্ধ্র এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলীলার যেসব ছবি ছড়িয়েছে, এগুলো তার বাগদান অনুষ্ঠানের নয়। বরং তার জন্মদিন উপলক্ষে ঐতিহ্য মেনে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন শ্রীলীলার মা। আর সেই মুহূর্তের ছবি অন্তর্জালে ছড়িয়েছে। 

তবে কোনোভাবেই থামছিল না শ্রীলীলার বাগদান-গায়েহলুদের চর্চা। সর্বশেষ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী। এসব ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে শ্রীলীলা লেখেন—“আগের দিনে বাড়িতে আমরা এভাবেই জন্মদিন উদযাপন করতাম। পরিকল্পনা কৃতিত্ব: আম্মা। এগুলো জন্মদিনের আগের অনুষ্ঠানের অংশ।”

বেশ কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রীলীলা। গত মার্চ মাসে, এ গুঞ্জনের আগুনে ঘি ঢালেন অভিনেতার মা। আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারি উপস্থিত ছিলেন। 

জাকজমকপূর্ণ এ মঞ্চে পরিচালক-সঞ্চালক করন জোহর কার্তিকের মায়ের কাছে জানতে চান, পুত্রবধূ হিসেবে কাকে আপনার পছন্দ? এ প্রশ্ন শোনার পরই দর্শক সারি থেকে সমস্বরে বলতে থাকেন— ‘অনন্যা।’ কিন্তু কার্তিকের মা বলেন, “না না। সে (কার্তিক) একজন ডাক্তারের কথা বলেছে।” 

এ কথা শোনার পরই করন জোহর চলে যান কার্তিকের কাছে। তার কাছে জানতে চান, “তুমি একজন ডাক্তারের সঙ্গে কাজ করছো?” জবাবে কার্তিক আরিয়ান বলেন, “না না, সত্যিকারের ডাক্তারের কথা বলেছি।”

অনুরাগ বসু পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমায় অভিনয় করছেন শ্রীলীলা ও কার্তিক আরিয়ান। সিনেমাটির নাম ‘আশিকি থ্রি’। নেটিজেনরাও দুইয়ে দুইয়ে চার মেলাতে ভুল করেননি

২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন।

২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করেন শ্রীলীলা। এ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা। বর্তমানে শ্রীলীলার হাতে বিভিন্ন ভাষার পাঁচটি সিনেমার কাজ রয়েছে।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ত ক আর য় ন অন ষ ঠ ন র

এছাড়াও পড়ুন:

দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী

বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন, যাঁরা শূন্য থেকে শুরু করে রাতারাতি পরিচিতি পেয়েছেন; পরে আবার হঠাৎই হারিয়ে গেছেন। কিমি কাতকার তেমনই একজন। ১৯৮০-এর দশকে বলিউডে তিনি ছিলেন আলোচিত ও সাহসী অভিনেত্রীদের একজন।

কিমির উত্থান
আশির দশকটি বলিউডে সৃজনশীল ও পরিবর্তনের সময় ছিল, যেখানে অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী তাঁদের ছাপ ফেলেছেন। কিমি ছিলেন সেই সময়ের অন্যতম উদীয়মান নায়িকা। পর্দায় সাহসী দৃশ্যের জন্য তিনি ব্যাপক পরিচিতি পান। যদিও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত; কিন্তু এর মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেন।

মুম্বাইতে জন্ম নেওয়া কিমি ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। ১৯৮৫ সালে ‘অ্যাডভেঞ্চার অব টারজান’ দিয়ে আলোচিত হন তিনি। সিনেমার সাফল্য তাঁকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। হেমন্ত বীরজের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শকদের মন মাতিয়ে দেন। তবে এ ছবিতেই একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে রাতারাতি আলোচনায় আসেন। দৃশ্যটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘সেই সময় আমি জানতাম না এই দৃশ্য কতটা বিতর্কিত হবে। কিন্তু অভিনয় আমার জন্য সব সময় ছিল সত্যিই একটি চ্যালেঞ্জ।’ এরপর ১৯৮০-এর দশকের শেষের দিকে অমিতাভ বচ্চন, অনিল কাপুর, গোবিন্দ ও আদিত্য পঞ্চোলির সঙ্গেও সিনেমা করেন তিনি। তাঁর নাচ ও অভিনয়ের দক্ষতা দর্শকদের কাছে তাঁকে প্রিয় করে তোলে।

‘অ্যাডভেঞ্চার অব টারজান’-এ কিমি কাতকার। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • দুই মিনিটের বিতর্কিত দৃশ্য দিয়ে আলোচনায়, পরে বলিউডকে বিদায় জানান সেই অভিনেত্রী
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স
  • নির্বাচন সামনে রেখে সরকারের ৩১ বিভাগকে প্রস্তুতির নির্দেশ ইসির