নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণ কোরিয়ায় চলছে ভোট
Published: 3rd, June 2025 GMT
দীর্ঘ ছয় মাস ধরে দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে যে অস্থিরতা চলছে, তার অবসান ঘটাতে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে আজ মঙ্গলবার ভোট দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা।
সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের হঠাৎ সামরিক আইন জারির জেরে দক্ষিণ কোরিয়ায় এ রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।
ভোটে যেই নির্বাচিত হন, তাঁকে দেশ পরিচালনায় কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হবে। নতুন প্রেসিডেন্টকে একদিকে সামরিক শাসনের প্রচেষ্টায় গভীরভাবে বিচ্ছিন্ন ও আঘাতপ্রাপ্ত সমাজকে ঐক্যবদ্ধ করতে হবে, অন্যদিকে সামাল দিতে হবে রপ্তানিনির্ভর অর্থনীতিকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরক্ষাবাদী আর্থিক নীতির ধাক্কা মার্কিন মিত্রদেশ দক্ষিণ কোরিয়ার ওপরও পড়েছে।
স্থানীয় সময় আজ সকাল ছয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, রাত আটটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার ভোটার উপস্থিতি বেশি হবে বলে আশা করা হচ্ছে। ৪ কোটি ৪৩ লাখ ৯০ হাজারের বেশি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ গত বৃহস্পতিবার ও শুক্রবার আগাম ভোট দিয়েছেন।
দেশজুড়ে ১৪ হাজার ২৯৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নির্বাচন কমিশন।
প্রধান দুই প্রতিদ্বন্দ্বী উদারপন্থী ডেমোক্রেটিক পার্টির লি জায়ে-মিয়ং এবং রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির কিম মুন-সু—উভয়েই দেশে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁদের মতে, নতুন একটি গণতান্ত্রিক দেশ ও শিল্প শক্তিতে রূপান্তরের সময় দক্ষিণ কোরিয়ায় যে রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক মডেল গড়ে উঠেছিল, তা এখন আর দেশের প্রয়োজন মেটাতে পারছে না।
আরও পড়ুনদক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি০৩ ডিসেম্বর ২০২৪রাত আটটায় ভোট গ্রহণ শেষে তিনটি টেলিভিশন নেটওয়ার্ক পরিচালিত বুথ ফেরত জরিপ প্রকাশ করা হবে। আর ব্যালট প্রথমে মেশিনে বাছাই ও গণনা করা হবে, এরপর নির্ভুলতা নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তারা নিজেদের হাতে তিনবার তা যাচাই করবেন।
ভোটের ফলাফল কতক্ষণে পাওয়া যাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ২০২২ সালে ভোট শেষ হওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়েছিল।
নির্বাচন কমিশন আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। বিজয়ী প্রার্থী নতুন প্রেসিডেন্ট হিসেবে সে দিনই শপথ গ্রহণ করবেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: নত ন প র স ড ন ট ভ ট গ রহণ
এছাড়াও পড়ুন:
গায়ক গিল মানু গ্রেপ্তার, জিমে পিস্তল দেখিয়ে হুমকি
ভারতীয় সংগীতজগতে পাঞ্জাবি গায়ক গিল মানু এক পরিচিত নাম। বিভিন্ন জনপ্রিয় গানের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করলেও এবার আলোচনায় এসেছেন এক নেতিবাচক ঘটনায়। গানের মঞ্চ নয়, এবার খবরের শিরোনামে তিনি উঠে এসেছেন একটি জিমে ঘটে যাওয়া ভয়ানক ঘটনার কারণে, যেখানে তর্কবিতর্ক গিয়ে ঠেকেছে অস্ত্র প্রদর্শনের পর্যায়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহালির একটি জিমে শরীরচর্চা করছিলেন গিল মানু, যাঁর আসল নাম সতবন্ত সিং। সেখানে কোনো এক ব্যায়াম নিয়ে তাঁর সঙ্গে জিম প্রশিক্ষকের বচসা শুরু হয়।
বিষয়টি উত্তপ্ত হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যে প্রশিক্ষক তাঁকে জিম থেকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু এর জবাবে গিল নিজের পকেট থেকে একটি পিস্তল বের করে প্রশিক্ষককে হুমকি দিতে থাকেন।
এ ঘটনার সম্পূর্ণ ভিডিও ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই মোহালি পুলিশ ঘটনাটির তদন্তে নামে এবং দ্রুত গিল মানুকে গ্রেপ্তার করে। শুধু গিল নন, তাঁর ভাইকেও এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল।