Prothomalo:
2025-11-03@19:48:34 GMT

প্রান্তর

Published: 3rd, June 2025 GMT

আর আমাদের

ডানায় আগুন ধরে গেলে

মাধ্যাকর্ষণ আমাদের পরাজিত করে—

পতনোন্মুখ উড়ালে উড়ালে

পৃথিবীর পৈঠায় পতিত হতে হতে জানা হয়—

পালক গজাবে না কখনো আমাদের ডানায় ডানায়

(আর আমরা কখনো উড়তে পারব না)

আর আমাদের ছিল এক মরিয়া স্বর্গধারণা

সেখানে যা চাই, তা–ই

যখন চাই যেমন

যেমন চাই তেমন

সব পাওয়া পেয়ে যাওয়ার এক ভয়াবহ মুহূর্ত

অথচ

ইচ্ছের বাইরেও আছে তোমার এক প্রগাঢ় উপস্থিতি

শুধু বিশ্রামে সে উপস্থিতি পরিপূর্ণ

আর সে ভালোবাসায়, যে প্রেম চায় না কিছুই

বিশ্রাম এক এমন শুয়ে থাকা

যেখানে তোমাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না

এমনকি তুমিও জানো না, শুয়ে তুমি আছে, চিরবিশ্রামে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

শুঁটকিপল্লির ব্যস্ত সময়

২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ