আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৪ শিক্ষার্থী
Published: 5th, June 2025 GMT
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে (আইওএআই) দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। চীনের বেইজিংয়ে আগামী ২ আগস্ট শুরু হবে এ অলিম্পিয়াড, চলবে ৯ আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে বাংলাদেশ এআই অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা চারজনের সমন্বয়ে জাতীয় দল ঘোষণা করা হয়েছে।
জাতীয় দলের সদস্যরা হলো নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ও আবরার শাহিদ, রাজউক উত্তরা মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো.
প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়। প্রতিযোগিতায় সারা দেশ থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অনলাইন এবং অফলাইন কর্মশালা, নমুনা প্রতিযোগিতা ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত জ্ঞান ও দক্ষতা যাচাই করা হয়। এরপর বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্বে বিজয়ী ১৬ জনকে নিয়ে আয়োজন করা হয় জাতীয় ক্যাম্প।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত বাংলাদেশ এআই অলিম্পিয়াডের প্লাটিনাম স্পনসর ছিল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। পৃষ্ঠপোষকতা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান রিভ চ্যাট, ব্রেন স্টেশন ২৩, ইন্টেলিজেন্ট মেশিনস ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। আয়োজনের সহযোগী হিসেবে যুক্ত ছিল জনপ্রিয় কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’ ও বিজ্ঞানভিত্তিক প্রকাশনা ‘বিজ্ঞানচিন্তা’।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জায়েদ ভাই মেয়েদের ফেভারিট: নুসরাত ফারিয়া
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মানেই গ্ল্যামার, মেধা আর মজার মিশ্রণ। দুই বাংলায় সমানতালে কাজের পাশাপাশি গানেও বাজিমাত করেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ভিন্ন কারণে। চিত্রনায়ক জায়েদ খানের টক শোতে অতিথি হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনে অংশ নেন ফারিয়া। গালা নাইটে নিজের ঝলমলে পারফরম্যান্সে মাতিয়ে তোলেন সবাইকে। সেই সফরের মজার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে সহকর্মী জায়েদ খানের গোপন তথ্য ফাঁস করেন এই অভিনেত্রী।
আরো পড়ুন:
গ্রেপ্তারের পর প্রথম মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিয়ে ভাঙার পর হতাশা কাটাতে ওষুধ খেতেন নুসরাত ফারিয়া
ফারিয়া বলেন, “জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন! এত ওয়ার্কআউট করছেন যে, এখন বাংলাদেশের অর্ধেক মেয়েরই ফেভারিট উনি!”
জায়েদ খানের প্রশংসা করে ফারিয়া বলেন, “আগে তো ছিলেনই, এখন অনেক ফিট হয়ে গেছেন। ওনার সাথে কাজ করা মানে সারাক্ষণ হাসিখুশি থাকা। কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললেই ভালো হয়ে যায়।”
কানাডা সফরের আরেক টুকরো গল্পও জানান ফারিয়া। তার ভাষায়, “একদিন উনি বললেন, ‘চলো মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুটটা করে ফেলি।’ আমি ভাবলাম মজা করছেন, কিন্তু উনি সত্যিই শুট শুরু করলেন। ওই ফান পার্টগুলো কিন্তু আপনাদের দেখানো হয়নি, এডিটেই কেটে দিয়েছে!”
ঢাকা/রাহাত/শান্ত