৩৫ মণের ‘কালো মানিক’ নিয়ে খালেদা জিয়ার বাড়ির পথে কৃষক সোহাগ
Published: 5th, June 2025 GMT
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ৩৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড় নিয়ে ঢাকার গুলশানের পথে রওনা হয়েছেন কৃষক সোহাগ মৃধা। বৃহস্পতিবার (৫ জুন) সকালে তিনটি মিনি ট্রাকে ৫০ জন বিএনপির কর্মী নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে রওনা হন তিনি।
সোহাগ মৃধার সঙ্গে যাওয়া ৫০ জনের সবার গায়ে রয়েছে সাদা রঙের জাতীয়তাবাদী দল বিএনপির লোগো সম্বলিত গেঞ্জি। সঙ্গে রয়েছে অভিজ্ঞ ব্যান্ড দল। তাদের ঢাকের বাদ্য, বাঁশির সুর এবং কাঁশার ঝনঝনিতে মুখরিত হয়েছে পুরো এলাকা। যে ট্রাকগুলোতে তারা গেছেন তার প্রত্যেকটি সাজানো হয়েছে তাজা ধানের শীষ দিয়ে। ট্রাকগুলোর সামনে রয়েছে জাতীয় ও দলীয় পতাকাসহ ঈদ উপহার সম্বলিত বিএনপির ব্যানার।
আরো পড়ুন:
আমিরাতে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালিত
রাজনীতিকদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল
আ.
ছয় বছর আগে স্থানীয় চৈতা বাজার থেকে একটি গাভী কিনেছিলেন সোহাগ মৃধা। কয়েক দিনের মধ্যেই গাভীটি একটি বাছুরের জন্ম দেয়। বাছুরটি একটু বড় হলেই তিনি গাভীটি বিক্রি করে দেন। এরপর থেকেই বাছুরটিকে লালন পালন শুরু করেন সোহাগ মৃধা। ছয় বছর পরিবারের অন্যান্য সদস্যদের মতো অতিযত্নে লালন করায় ষাঁড়টির ওজন হয়েছে ১ হাজার ৪০০ কেজি বা ৩৫ মণ।
কালো হওয়ায় ভালোবেসে দৃষ্টিনন্দন ষাঁড়টির নাম সোহাগ মৃধা রাখেন ‘কালো মানিক’। ষাঁড়টি বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার আশা করেন তিনি। তবে, ষাঁড়টি বেগম খালেদা জিয়া গ্রহণ করবেন কিনা সেটা নিয়ে অনিশ্চিত সোহাগ।
ইচ্ছা অনুযায়ী আজ সকালে বেগম খালেদা জিয়ার ঢাকার গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা দেন সোহাগ ও তার দলবল।
বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ষাঁড় নিয়ে যাওয়ার খবর পেয়ে সোহাগের বাড়িদে আসেন পার্শ্ববর্তী গ্রাম শ্রীনগরের রবিউল হোসেন। তিনি বলেন, “খালেদা জিয়ার জন্য গরু উপহার হিসেবে নিয়ে যাওয়ার কথা শুনে এখানে এসেছি। সোহাগ মৃধার জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে মনটা ভরে গেছে।”
সুবিদখালী গ্রামের আতিক মিয়া বলেন, “সোহাগ মৃধা অনেক দরিদ্র কৃষক। আসলে বড় মন না থাকলে এভাবে বড় ত্যাগ কোনোভাবেই সম্ভব নয়। ঢাক ঢোল এবং নাচ গানে মেতে ষাঁড়টি নিয়ে যাওয়া হয়েছে। আমা আশা করছি, বেগম খালেদা জিয়া ষাঁড়টি গ্রহণ করবেন।”
কৃষক সোহাগ মৃধা বলেন, “২০২৩ সালে আওয়ামী লীগ নেত্রীকে এক কৃষক একটি গরু উপহার দিয়েছিলেন। তখনই পন করি আমার নেত্রী বেগম খালেদা জিয়াকেও আমি আমার ষাঁড়টি উপহার দেব। এই ষাঁড়টি নিজের সন্তানের মতো যত্ন করে লালন পালন করেছি। দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টি বড় করেছি। নেত্রীর জন্য ষাঁড়টি নিয়ে রওনা দিতে পেরে আমি শুকরিয়া আদায় করছি। তিনি এটি গ্রহণ করুক বা না করুক আমি ষাড়টি নিয়ে তার বাসভবন পর্যন্ত যাব।”
আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বলেন, “সোহাগ মৃধা গরিব মানুষ। তিনি ষাঁড়টি বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য পন করেছিলেন। আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতা করেছি।”
মির্জাগঞ্জ প্রানি সম্পদ কর্মকর্তা আলাউদ্দিন মাসুদ বলেন, “সবুজ ঘাস ও খড়কুটো খাইয়ে ষাঁড়টিকে প্রস্তুত করেছেন সোহাগ মৃধা। ‘কালো মানিক’ জেলার সবচেয়ে বড় গরু। ষাঁড়টি লালন পালনে তাকে সকল ধরনের সহযোগিতা করা হয়েছে।”
ঢাকা/ইমরান/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ গর ব গম খ ল দ উপহ র দ ব এনপ র
এছাড়াও পড়ুন:
যমুনা অভিমুখী বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিল, পুলিশের বাধায় ছত্রভঙ্গ
জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যমুনা অভিমুখী মিছিলটি পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে গেছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানের গ্যাসের শেল ও জলকামান থেকে পানি ছোড়ে।
আজ সোমবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা। মিছিলটি হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারার সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। সেখানে শিক্ষকেরা পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জলকামানের পানি ছিটিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে। একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটেন।
তবে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের নেতা আব্দুর রহিম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হাইকোর্টের সামনে পুলিশ তাঁদের বাধা দেয় এবং লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ১০-১২ জন শিক্ষক আহত হন।
বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন শিক্ষকেরা