পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখী রাজধানী ঢাকায় বসবাসকারী কোটি মানুষ। সড়ক, আকাশ ও নৌপথে বাড়ির পথ ধরেছেন তারা। মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে ঘরমুখো যাত্রীদের চাপ দেখা গেছে। যাত্রীদের ভিড়ে ঘাট এলাকায় যেন পা রাখার জো নেই।
  
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঘাট এলাকা ঘুরে দেখা যায়, কাটা লাইনের যাত্রীদের চাপ সবচেয়ে বেশি। ঈদে ঘরে ফেরা যাত্রীরা লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে নদী পারাপার হচ্ছেন। কার আগে কে ফেরিতে উঠতে পারেন, চলছে প্রতিযোগিতা।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের দীর্ঘ সারি চরের ডাঙ্গা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা বিস্তৃত হয়ে পড়েছে। এ সময় ঈদে ঘরে ফেরা যাত্রীদেরকে যানজটে পড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

ঢাকার গাবতলী থেকে পাটুরিয়া ঘাটে আসতে রাস্তায় প্রায় আড়াই তিন ঘণ্টা করে কেটে যাচ্ছে রাস্তায়। ঢাকা থেকে কুষ্টিয়াগামী আমজাদ হোসেন বলেন, আমি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ভোর পাঁচটার দিকে প্রাইভেটকারে রওনা হয়েছি। কিন্তু সাভারের পর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত আসতে প্রায় ৩ ঘণ্টা কেটে গেছে রাস্তায়। এবার ঘাটে এসে ফেরির জন্যও অপেক্ষা করতে হচ্ছে। কখন বাড়ি পৌঁছাতে পারব জানি না।

ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী দিগন্ত পরিবহনের চালক আমিন শেখ বলেন, সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েছি। দুপুর একটায়ও ফেরিতে উঠতে পারিনি।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল থেকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরে ফেরা যাত্রীদের ঢলের কারণে ছোট-বড় ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তবে দুপুরের পর থেকে ঘাটে যাত্রীদের ও যানবাহনের চাপ আরও বাড়ার আশংকা করা হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) আরিচা অফিসের এজিএম আব্দুস ছালাম বলেন, আজ সকাল ঈদে ঘরমুখো যাত্রী ও প্রাইভেটকারসহ বিভিন্ন ছোট গাড়ির চাপ অনেক বেড়েছে। বর্তমানে এ নৌ-রুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ওসি মো.

কামাল হোসেন বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদেরকে নিরাপদে বাড়ি পৌঁছানোর লক্ষ্যে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আর চ য নজট ঘরম খ

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ