সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিখোঁজের ৬ দিন পর পরিত্যক্ত একটি শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়নগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম রাশিদুল ইসলাম (৩৫)। তিনি একই গ্রামের আবু সাঈদের ছেলে।

পুলিশ, পরিবার ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে ঘরেই ছিলেন রাশিদুল। কিছুক্ষণ পর হঠাৎ তাঁর মুঠোফোনে একটি কল আসে। কথা শেষ করেই তিনি পাশের এলাকা ধামরাইকান্দি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি। তাঁকে না পেয়ে পরিবারের লোকজন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেন। এরই মধ্যে আজ দুপুরে দুর্গন্ধের সূত্র ধরে এক প্রতিবেশীর বাড়ির পেছনে পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে রাশিদুলের গলিত লাশ দেখতে পান। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

উদ্ধারের পর মরদেহটির ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, অতিমাত্রায় পচন ধরায় লাশটির শরীরের কোথাও আঘাতের চিহ্ন আছে কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও পুলিশের তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ