দেশের একেবারে উত্তরের জনপদ পঞ্চগড়ের সীমান্তঘেঁষা উপজেলা তেঁতুলিয়া। সেখানে ক্রীড়াবিদ উঠে আসার সুযোগ-সুবিধা ছিল সামান্য। সেই সুযোগ সুবিধা নিশ্চিত করতে এবং তরুণ ক্রীড়া প্রেমী, অনুরাগী ও ক্রীড়াবিদদের স্বপ্ন দেখাতে আত্মপ্রকাশ হয়েছে ‘তেঁতুলিয়া টাইটান্স ক্লাব’। 

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও পঞ্চগড়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম রোববার এই সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ক্লাবটির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব সরকার উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময়ে জাতীয় দলের দুই কৃতি খেলোয়াড়- শরিফুল ইসলাম ও মোরশেদ আলীকে সংবর্ধনা দেওয়া হয়। 

তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের উদ্দেশ্য শুধু খেলার আয়োজন নয়; বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা ও তাদের গড়ে তোলা। ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবলসহ সব ক্রীড়া ক্ষেত্রেই নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে উপজেলাকে জাতীয় পর্যায়ে পরিচিত করতে চায় তেঁতুলিয়া টাইটান্স ক্লাব।

আরো পড়ুন:

রিঙ্কুর বাজিমাত, নারী এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: যা যা জানা জরুরী

শরিফুল নিজের বক্তব্যে বলেছেন, ‘‘আমার শেকড় এই অঞ্চলে। এখানকার তরুণরা অনেক মেধাবী। তাদের পৃষ্ঠপোষকতা করলে একদিন এখান থেকেও জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের উদ্যোগ আমাকে সত্যিই আনন্দিত করেছে। তাদের জন্য শুভ কামনা রইলো।’’ 

তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব সরকার বলেছেন, ‘‘আমাদের তেঁতুলিয়ার ক্রীড়ামুখী তরুণদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। এই ক্লাব হবে তাদের স্বপ্ন পূরণের সোপান। এই উদ্যোগ নিঃসন্দেহে তেঁতুলিয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে। সময়ের সঙ্গে সঙ্গে এই ক্লাব স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলো ছড়াবে প্রত্যাশা আমাদের।’’

পঞ্চগড়/নাঈম/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ইট ন স ক ল ব

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ