বেশ কিছুদিন ধরে দীপিকা পাড়ুকোন আলোচনায় ছিলেন নতুন সিনেমার জন্য রেকর্ড পারিশ্রমিক ও আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি নিয়ে। এবার সেই আলোচনা ঘুরে গেল বাবা প্রকাশ পাড়ুকোনের ৭০তম জন্মদিনে অভিনেত্রীর অভিনব উপহার দেওয়ায়। নতুন ব্যাডমিন্টন স্কুল উদ্বোধন করে অভিনেত্রী তাঁর বাবার পাশাপাশি চমকে দিয়েছেন অনুরাগীদেরও। 

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, মঙ্গলবার দীপিকা তাঁর ব্যাডমিন্টন স্কুলের উদ্বোধন করেছেন। যার নামকরণ করা হয়েছে ‘পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টন’। যে পরিবারের শয়নে-স্বপনে, শ্বাস-প্রশ্বাসে শুধুই ব্যান্ডমিন্টন, সেই পরিবারের মেয়ে হিসেবে দীপিকা যে বাবাকে তাঁর জন্মদিনের সেরা উপহারটা দিয়ে দিয়েছেন, তা স্বীকার করেছেন অনেকে। এদিকে ইনস্টাগ্রামে দীপিকা তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। ব্যাডমিন্টন স্কুল খোলার সুখবর দিয়ে তিনি লিখেছেন, ‘যেহেতু ব্যাডমিন্টন খেলার পরিবেশে বড় হয়েছি, তাই নিজের চোখে দেখেছি যে, এই খেলাটি কারও জীবনকে শারীরিক-মানসিক, এমনকি আবেগের দিক দিয়ে কতটা প্রভাবিত করতে পারে। এই পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টনের (পিএসবি) মাধ্যমে, আমরা সমাজের সব স্তরের মানুষের কাছে ব্যাডমিন্টন খেলার আনন্দ এবং শৃঙ্খলা পৌঁছে দিতে চাই।  একই সঙ্গে চাই, নতুন প্রজন্মকে আরও স্বাস্থ্যসচেতন, মনোযোগী এবং খেলাধুলায় অনুপ্রেরণা জোগাতে।’

 সেই পোস্টেই বাবার উদ্দেশে দীপিকার আবেগঘন বার্তায় দীপিকা লিখেছেন, বাবা, যারা তোমাকে ভালো করে চেনেন, তারা জানেন, এই খেলা নিয়ে তোমার আবেগ কী রকম। ৭০ বছর বয়সেও তুমি খাও, ঘুমাও এবং শ্বাস নাও ব্যাডমিন্টনের মাধ্যমেই। আর আমি তোমার আবেগকে বাস্তবায়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আজ থেকে ব্যাডমিন্টন সবার জন্য। শুভ জন্মদিন।’

অভিনেত্রী তাঁর শেয়ার করা বিবৃতিতে এও জানিয়েছেন, প্রতি বছর পাড়ুকোন স্কুল অব ব্যাডমিন্টন ৭৫টি করে সেন্টার খুলবে। আগামী ২০২৭ সালের মধ্যে আড়াইশটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনাও রয়েছে তাঁর।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ