বেশ কয়েক বছর ধরে আমাকে বাংলাদেশ–কানাডা–বাংলাদেশ, এমনটা করতে হচ্ছে। কারণ, আমার একমাত্র ছেলে অনিক কানাডায় থাকে। ওখানে পড়াশোনা শেষে এখন চাকরি করছে। কানাডা গেলে আমাকে যুক্তরাষ্ট্রেও ঢুঁ মারতে হয়, সেখানে আমার ভাইয়েরা তাঁদের পরিবার নিয়ে থাকেন। তাই কখনো ঈদ উদ্​যাপন কানাডায়, আবার কখনো যুক্তরাষ্ট্রে। সিনেমায় যখন কাজ করতাম, তখন একবার ঈদের দিনও শুটিং করতে হয়েছিল। এ নিয়ে আমার ভীষণ মন খারাপ হয়। কেঁদেছিলামও। তবে পৃথিবীর বেশ কয়েকটা দেশ ঈদ উদ্​যাপন করলেও বাংলাদেশের মতো ঈদের আনন্দ আর কোথাও নেই। 

ববিতা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শুঁটকিপল্লির ব্যস্ত সময়

২ / ৮টুকরি থেকে মাছগুলো ঢালা হচ্ছে

সম্পর্কিত নিবন্ধ