ডেঙ্গুতে বরিশালে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু, হটস্পট বরগুনা
Published: 12th, June 2025 GMT
বরিশালে বিভাগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত ১২৪ জন বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া তিনজন হলেন, পিরোজপুরের নেছারাবাদ গ্রামের সুটিয়াকাঠি গ্রামের ইশরাত জাহান (২০), বরগুনার বালিয়াতলি ইউনিয়নের চারপাড়া গ্রামের চাঁন মিয়া (৭৫) ও সদর উপজেলার থানাপাড়া এলাকার গোসাই দাস (৮৫)। ইশরাত জাহান বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে এবং অপর দু’জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সূত্র জানায়, বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১২৪ জন। আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। অর্থাৎ দিন দিন ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই বৃদ্ধির হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। গত ২৪ ঘণ্টায় বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে আক্রান্ত ১২৪ জনের মধ্যে ৬৭ জন বরগুনায়। এ জেলাটি ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহিৃত হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।