শহরের চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন, বন্দর উপজেলার বাড়ইপাড়া এলাকার নূর আলম ও শহরের তল্লা এলাকার পাপ্পু।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৬৭ পিস ইয়াবা, ৩ পুরিয়া হেরোইন, রামদা, বগি, চাইনিজ কুড়াল ও ছুরিসহ বিভিন্ন ধরণের ২৭ টি ধারালো অস্ত্র। এছাড়াও ১০টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ সাড়ে ১৬৫৫১ টাকা জব্দ করা হয়।

বুধবার (১১ জুন) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের সহায়তায় এবং সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম মল্লিক সাংবাদিকদের জানান, মাদক সন্ত্রাস নির্মূলে চারারগোপ এলাকায় ঝটিকা অভিযান চালায় যৌথবাহিনী। সেখানে কুমুদিনী খাল পাড় ও জেটির নীচ সহ বিভিন্ন স্থানে তল্লাশি করে উদ্ধার হয় মাদক ও দেশীয় অস্ত্র। আটক করা হয় নূর আলম ও পাপ্পুকে। 

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ