বরিশাল বিভাগের ছয় জেলায় একদিনে ডেঙ্গুতে মোট আক্রান্ত ৯৭ জনের মধ্যে ৭৪ জনই বরগুনার জেলার বাসিন্দা। 

শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় তারা বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে মোট মারা যাওয়া সাত জনের পাঁচ জনই বরগুনা জেলার। ডেঙ্গুর প্রভাব বিস্তার ঠেকাতে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গুরুত্বপূর্ণ অশিংজনদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চলছে বরগুনায়।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, চলতি বছরের শুরু থেকে ১৩ জুন পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে দুই হাজার ৫৮৩ জন। এর মধ্যে বরগুনা জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৪১০ জন। 

একই সময়ে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ২৩৮ রোগী। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ৩৩৮ জন। গত ২৪ ঘণ্টায় বরগুনা জেলা সদর হাসপাতালে ৭৪ জন, বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ২১ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন রোগী ভর্তি হয়েছে। 

তবে ভোলা, পিরোজপুর ও ঝালকাঠী জেলার সরকারি হাসপাতালগুলোতে কেউ ভর্তি হয়নি। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৮৩ জন।

বরগুনা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.

রেজওয়ানুর আলম বলেন, “ডেঙ্গু মোকাবিলায় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভা হয়েছে। ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসক ও নার্স সংখ্যা বাড়ানো হয়েছে, আরও বৃদ্ধি করা হবে। আমরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে কাজ করছি।”

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, “ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ সেবা প্রদান করা হচ্ছে। রোগী রোগ থেকে নিজেকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।”

ঢাকা/পলাশ/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল সরক র বরগ ন

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ