ইসরায়েলের হামলা ও সামগ্রিকভাবে দেশের নিরাপত্তাজনিত কারণে ইরানের একাধিক বিশ্ববিদ্যালয়ে সেমেস্টার বা ফাইনাল পরীক্ষার সূচিতে পরিবর্তন করা হয়েছে। খবর বিবিসির

যেসব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসূচি পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো— তেহরান বিশ্ববিদ্যালয়, শরীফ ইন্সটিটিউট অব টেকনোলজি, শহীদ বেহেশতি ইন্সটিটিউট অব টেকনোলজি, ইরান ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমিরকবির ইন্সটিটিউট অব টেকনোলজি ও ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি।

গতকাল ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে ইসরায়েল। এই হামলায় ইরানের শীর্ষস্থানীয়  সামরিক কর্মকর্তাসহ উচ্চপদস্থ ২০ কমান্ডার নিহত হন। এছাড়াও দেশটির ৬ পরমাণুবিজ্ঞানীকে মেরে ফেলে ইসরায়েল। এর জবাবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করে ইরান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ব শ বব দ য শ বব দ য ল ইসর য় ল

এছাড়াও পড়ুন:

ইউটিউবে দিনে মাত্র আধা ঘণ্টা ব্যয় করেই শিখতে পারেন ইংরেজি

যেকোনো ভাষা শেখার প্রথম শর্ত হলো, বলতে ও শুনতে শেখা। কিন্তু আমরা ইংরেজি শেখা শুরু করি ব্যাকরণ দিয়ে। এ জন‍্য দীর্ঘদিন পড়েও আমরা বেশির ভাগ মানুষ ভালো ইংরেজি শিখতে পারি না। অধিকাংশ মানুষের বলায়, শোনায়, নয় তো লেখায় কমবেশি সমস্যা থেকেই যায়।
আপনি শিক্ষার্থী, চাকরিজীবী, অভিভাবক—যা–ই হোন না কেন, ইংরেজিতে নিজেকে খুবই দুর্বল মনে করলে এবং শেখার ইচ্ছা থাকলে এই কাজগুলো করুন।

১০ দিনে, ৩০ দিনে, ৩ মাসে ইংরেজি শেখার যত বই আছে, স্রেফ সরিয়ে রাখুন। এগুলো আপনি কেনেন ঠিকই কিন্তু তিন দিনও ঠিকমতো খুলে দেখেন না।

স্পোকেন ইংলিশের কোচিং বন্ধ করে দিন। কারণ, এই কোচিংয়ে আপনি ভর্তি হন ঠিকই কিন্তু এক সপ্তাহ যাওয়ার পর আর যান না। কিংবা কোচিংয়ে গিয়েও খুব বেশি লাভ আপনার হয়নি।

আপনার মুঠোফোন আছে, আইপ্যাড আছে, বাসায় ইন্টারনেট আছে। প্রতিদিন নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকে এটা-সেটা দেখে সময় ব্যয় করেন। আজ থেকে টানা ৩০ দিন ইংরেজি শেখায় দিন, আর এই সময়টা শুধু ইউটিউবে দেবেন।

ইংরেজি শেখার নানা চ‍্যানেল পাবেন ইউটিউবে

সম্পর্কিত নিবন্ধ