গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন
Published: 15th, June 2025 GMT
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু (৭৯) মারা গেছেন।
রবিবার (১৫ জুন) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন দলের তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু।
তিনি জানান, মোস্তফা মোহসীন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সর্বশেষ ঈদের আগে শারীরিক অবস্থার বেশি অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, রবিবার বাদ এশা রাজধানীর কাটাবন ঢালের বাইতুল মামুর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় কেরানীগঞ্জের নেকরোজবাগ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় এই বীর মুক্তিযোদ্ধাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
মোস্তফা মোহসীন মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান ছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে, এক ছেলে, নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছাত্রজীবন থেকেই মোস্তফা মোহসীন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। তিনি আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯২ সালে তিনি ড.
ঢাকা/শিপন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘গুলবাহার’ হয়ে ধরা দিলেন আরোহী মিম
ছবি: ফেসবুক