দেশ ছাড়ার আগে নাজমুল হোসেন শান্ত যখন মিরপুরে সংবাদ সম্মেলন করছিলেন তখনো জানতেন না তার জন্য অপেক্ষা করছে নেতিবাচক সংবাদ। শ্রীলঙ্কার বিমান ধরার আগেই হারান ওয়ানডে নেতৃত্ব। 

পেশাদার ক্রীড়াবিদের মতো সব সামলে নিয়েছেন সব দ্রুতই, এবার শান্তর সামনে চ্যালেঞ্জ বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। গলে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় ১০টায় শুরু হওয়া খেলা যাবে টি স্পোর্টসে।

শান্ত মনে করেন ব্যাটারদের জন্য গলে অপেক্ষা করছে চ্যালেঞ্জ। সেটি নিয়েই লড়তে চায় বাংলাদেশ, “এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনিই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। আবার যদি দেখেন, প্রথম দুই-তিন দিন রানও হয়। কীভাবে আমরা চ্যালেঞ্জটা উপভোগ করছি, সেটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যতটুকু সম্ভব, ওইভাবে প্রস্তুতি নিয়েছি।”

আরো পড়ুন:

শ্রীলঙ্কায় সিরিজ ড্র করাই বড় অর্জন, মনে করেন হান্নান 

টাইমড আউট নিয়ে ম্যাথুজ, ‘আমাকে টার্গেট করা হয়েছিল’

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স খুব একটা ভালো নয়। তবে গলে রয়েছে ড্রয়ের স্মৃতি। দলটির বিপক্ষে মাত্র ১টি টেস্ট জয়ের কীর্তি রয়েছে বাংলাদেশের। আর ৫টি ড্রয়ের বিপরীতে হার ২০টিতে। তার মধ্যে ২০১৩ সালে গল ও ২১ সালে পাল্লেকেলেতে ড্র করেছে বাংলাদেশ।

তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল নতুন শুরু করতে চায়। প্রসঙ্গক্রমে উঠে আসে মুশফিকুর রহিম আর লিটন দাসের অনবদ্য ২৭২ রানের জুটিও।

“আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ নতুনভাবে শুরু করতে হয়। অতীতে আমাদের ভালো স্মৃতি রয়েছে আমার মুশফিক ভাই বা লিটনের যে স্মৃতির কথা বললেন। হ্যাঁ, অবশ্যই ওটা কাজে দিবে। আমি বিশ্বাস করি আমরা যারা উপরের দিকে ব্যাট করি আমরা একটা ভালো শুরু দিতে পারব।” 

এদিকে এই ম্যাচ দিয়ে ১৬ বছরের দীর্ঘ টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন অ্যাঞ্জেলা ম্যাথুস। তাকে বিদায় দিতে সেজেছে গল। নিজের শেষ ম্যাচ খেলতে নামার আগে নিজের বাবা-মাকেই জীবনের হিরো বলে আখ্যা দেন ম্যাথুজ।

“আমার বাবা-মা। তারাই আমার হিরো। আমার জন্য তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাদের কাছ থেকে আমি জীবন সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। তারাই আমার হিরো।”

ঢাকা/রিয়াদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাদ ধসের ঘটনায় ইউজিসির তদন্ত কমিটি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা আবাসিক হলের অতিরিক্ত অংশের ছাদ ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শুক্রবার (১ আগস্ট) ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকসুদুর রহমান ভূঁইয়াকে আহ্বায়ক করে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের রবিবার (৩ আগস্ট) ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রাবির কলা অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষক নিয়োগ স্থগিত

১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ১০ তলা ছাত্রাবাসের দ্বিতীয় তলার সাথে যুক্ত অতিরিক্ত অংশের ছাদ ধসে পড়ে। এতে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজন শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

আরো পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২

এ ঘটনায় প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে আহ্বায়ক এবং প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্য সচিব করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

ঢাকা/মুজিবুর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ