খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে গাজী সাহাগীর হোসেন পাভেলকে অপসারণ করা হয়েছে। তার জায়গায় উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দ দাসকে এই ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

সোমবার (১৬ জুন) খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে অপসারণ করা হয়। মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।

অপসারণ করা পাভেল রাজনীতি নিষিদ্ধ যুবলীগ নেতা। 

আরো পড়ুন:

খুলনায় ২ নারীর করোনা শনাক্ত, একজন খুমেকে ভর্তি  

‘জুলাই-বিপ্লবের পরে এখন আত্মশুদ্ধির সময় এসেছে’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ত্যাগের পর লোকচক্ষুর অন্তরালে ছিলেন ইউপি চেয়ারম্যান পাভেল। বিভিন্ন অনিয়ম ও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিতির কারণে ইউনিয়নবাসী নাগরিক সেবা থেকে বঞ্চিত হন। এসব কারণে ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা পাভেলকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দেন।

স্থানীয় সূত্র জানায়, পাভেল বারাকপুর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান ও রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মরহুম গাজী জাকির হোসেনের ভাইপো। তিনি লাখোয়াটি গ্রামের আলোচিত শেখ আনছার আলী হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি পলাতক ছিলেন।

গত ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার একটি আবাসিক হোটেল থেকে পল্টন থানা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন। পরেরদিন পল্টন থানা পুলিশ একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে। পরবর্তীতে ওই মামলায় তিনি জামিনে মুক্ত হন।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ