রাজধানীর মতিঝিলে বেপরোয়া গতিতে চলা ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দায়িত্ব পালনরত ট্রাফিক কনস্টেবল শিশির কুমার বালা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ ঘটনার পর রিকশাচালককে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার সকালে শাপলা চত্বরে ট্রাফিক সার্জেন্ট সবুজ বিশ্বাসের নেতৃত্বে অন্য পুলিশ সদস্যরা যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে কনস্টেবল শিশির কুমার বালা একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু চালক বেপরোয়া গতিতে রিকশা চালিয়ে শিশিরকে ধাক্কা দেন এবং তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। এতে শিশির গুরুতর আহত হন। তাকে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত অটোরিকশা চালক আব্দুল খালেককে আটক করা হয়। পরে তাকে অটোরিকশাসহ মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। ডিএমপির মতিঝিল বিভাগের সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিকশাচালককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মত ঝ ল

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ