ইসরায়েল–ইরান পাল্টাপাল্টি হামলায় জড়ানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কথা বিবেচনা করছেন তিনি। তবে এসব উত্তেজনার মধ্যেই  জি-৭ সম্মেলনে গিয়ে শান্তির বার্তা মোড়ানো বিশেষ এক জার্সি উপহার পেয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জার্সিটি দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা সোমবার কানাডার আলবার্টার কানানাসকিসে ট্রাম্পকে বিশেষ এ উপহার তুলে দেন।

সর্বকালের অন্যতম সেরা তারকা রোনালদো তাঁর পর্তুগালের ৭ নম্বর জার্সিতে সই করে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে, শান্তির জন্য খেলছেন।’

আরও পড়ুনরোনালদো কেন পায়ে কালো নেইলপলিশ লাগান২ ঘণ্টা আগে

নিজের এক্স অ্যাকাউন্টে কস্তা প্রেসিডেন্ট ট্রাম্প ও জার্সির কিছু ছবি শেয়ার করেন, যার সঙ্গে ছিল ক্রিশ্চিয়ানোর বার্তার একটি ক্লোজআপও। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি, শান্তির জন্য খেলছেন, একটি দল হিসেবে।’

রোনালদোর বার্তা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ