গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস জামিন পেয়ে মুক্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় গত বছরের ৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।


কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত–উল ফরহাদ সমকালকে বলেন, জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে তিনি কারাগার থেকে বের হয়েছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে গত ২৯ অক্টোবর উত্তরা পূর্ব থানায় করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। কৌশিক হোসেন তাপস মামলায় ৯ নম্বর আসামি। এই মামলায় উত্তরা এলাকা থেকে তাপসকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। 


এজাহারে বলা হয়েছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে উত্তরার আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে কর্মসূচিতে অংশ নেন ভুক্তভোগী। সেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ এজাহারভুক্ত আসামিরা ব্যাপক দাঙ্গা–হাঙ্গামা সৃষ্টি, অতর্কিত হামলা, মারধর এবং গুলি করেন। তখন আসামিদের ছোড়া গুলি ইশতিয়াক মাহমুদের পেটে, পিঠে, হাতে ও মাথায় লাগে। এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে গুলি বের করা হয়।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ